আমার প্রিয় ছোট্ট ভাই বোনেরা,
আমি তোমাদের কিছু বলতে চাই৷ আমি চাই, তোমরা ‘মানুষ’ হও–মানুষের মত মানুষ হও৷ কবি বলেছেন, ‘‘গিয়েছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ’’৷ যদি সত্যিকারের মানুষ হতে পার, তাহলে তোমাদের জীবন যেমন সার্থক হবে, তেমনি সমাজও নবজীবন লাভ করবে৷ তোমরা আদর্শ–মানুষ হলে আদর্শ সমাজ গড়ে উঠবে৷
আদর্শ মানুষ হতে হলে সততা, নৈতিকতা, সংযম, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা প্রভৃতি সদ্গুণগুলো অর্জন করতে হবে৷ বিভিন্ন মহাপুরুষের জীবনী জানতে হবে, তাঁদের জীবন ও বাণী থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে৷
মানুষ যেমন চিন্তা করে তেমনি হয়৷ তাই ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভক্তি মানুষের জীবনকে পবিত্র করে, সুন্দর করে৷ এই কারণে, প্রথম ঈশ্বর ও ধর্ম সম্পর্কে দু’চার কথা বলব৷ এখানে একটা কথা বলে রাখি, ঈশ্বর এক অনাদি অনন্ত সর্বব্যাপী সত্তা৷ আর প্রকৃত ধর্মের সঙ্গে সম্প্রদায়, জাত–পাত বা কোনো কুসংস্কার–অন্ধবিশ্বাসের কোনোমাত্র সম্পর্ক নেই৷ মানব সমাজ এক ও অবিভাজ্য, মানুষ মানুষ ভাই ভাই, উঁচু কিংবা নীচু নেই৷ সমস্ত মানুষের ধর্মও এক৷
সকল মানুষ পশু, পক্ষী তরুলতা সবাই ঈশ্বরের সন্তান৷ সন্তানের ভাল করলে তার পিতামাতা খুশী হয়৷ তাই জগতের সমস্ত মানুষ, পশু–পক্ষী, তরুলতা সবাইকে ভালবন্সাসা–সবাইকার সেবা করা এটাই আদর্শ মানুষের লক্ষণ৷ একেই বলে নব্যমানবতাবাদ৷
- Log in to post comments