এসো সুভাষ

লেখক
বিভাংশু মাইতি

তুমি, আমাদের নয়নের মণি

সুভাষ, তোমাকে ভালোবাসি

ত্যাগ-তিতিক্ষা-তপস্যার পথে

চলেছিলে  তুমি তমো নাশি৷

 

চলেছিলে বাধা দলে শত শত

করোনি কোথাও কভু মাথা নত

শৌর্য-শিখায় প্রাণে প্রাণে

আগুন জ্বালালে জনমনে,

অমর তোমার হৃদয়ের বাণী

নিখাদ তোমার মানবপ্রীতি

বিশ্ববাসীর স্বপ্ণের ধন

তরুণ রক্তে তোমার গীতি৷

 

আজ  মানবতা কাঁদে শোষণের ফাঁদে

         দিকে দিকে ওঠে হাহাকার

         শিষ্ট মানুষ ক্লিষ্ট যে আজ

         স্বাধীনতা মানে দুরাচার৷

 

তুমি কোথায় কী কাজে ব্যস্ত রয়েছ

         এসো আমাদের মাঝে

         ঘরে ঘরে এসো, মনে মনে ভেসো

         এসো তুমি রণসাজে৷

         নেতার আসনে এসো হে নেতাজী

         দিশা দাও জনগণে

         সব বন্ধন ছিন্ন করিয়া

         ভাসাও আলোকস্নানে৷