রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা এক ঐতিহাসিক সিদ্ধান্ত
পৃথিবীর বুকে যত স্বাধীনতা আন্দোলন হয়েছে মূলত তা পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির জন্য৷ বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনকে কেন্দ্র করেই৷ পূর্ব পাকিস্তানের জনগণই পশ্চিম পাকিস্তানের জনগণের চেয়ে সংখ্যায় বেশী ছিলেন৷ তাই তাঁদের মাতৃভাষা বাংলাই রাষ্ট্রভাষা হওয়াটা যুক্তিযুক্ত৷ কিন্তু মিঃ জিন্নার দল সেটিকে মান্যতা দেননি৷ ঊর্দ্দুভাষাকেই জোর করে রাষ্ট্রভাষা করা হয়৷ এই কারণে পূর্ব পাকিস্তানে ২১শে ফেব্রুয়ারী ১৯৫২ সালে ঢাকায় জনগণ সমবেত হন তীব্র প্রতিবাদে৷ এই প্রতিবাদে পাকিস্তানী পুলিশের গুলিতে তরতাজা পাঁচজন তরুণ প্রাণ হারান৷ তাঁদের নাম যথাক্রমে সর্বশ্রী রফিক, বর