ওরা দু’পায়ে দলে মরণ শঙ্কারে
আবার সেই এপ্রিল ! চট্টগ্রাম যুব বিদ্রোহ!! জালালাবাদের এই যুদ্ধ হয়েছিল ১৮ই এপ্রিল ১৯৩০৷ বছর ঘুরতেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের ওপর আবার আঘাত৷ ৭ই এপ্রিল ১৯৩১, মেদিনীপুরের অত্যাচারী জেলা ম্যাজিস্ট্রেট জেমস্ পেডি নিহত হয়৷ সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচার যত বাড়ে বাঙলার দামাল ছেলেদের স্বাধীনতার বেদীমূলে জীবন উৎসর্গ করার লাইনটাও তত দীর্ঘ হয়৷ আর এপ্রিল-টাই যেন অকুতোভয় বিপ্লবীদের বড় পছন্দের মাস ! দুষ্টু ছেলেকে শান্ত করতে ব্রিটিশ রমনী গাইতো ঘুমপাড়ানি গান---‘বেবি, স্লিপ অন, অ্যানাদার এপ্রিল ইজ কামিং!’
- Read more about ওরা দু’পায়ে দলে মরণ শঙ্কারে
- Log in to post comments