জোট শরিকের ত্রিপুরা  ভাঙার ষড়যন্ত্র

লেখক
আকাশ দেবনাথ

 ত্রিপুরা ঃ ত্রিপুরায় বিজেপি জোট সরকারের শরিফ আই.পি.এফটি নেতারা ত্রিপ্রাল্যাণ্ডের দাবীতে অনড়৷  গত ২৮ শে আগষ্ট বিজেপি শাষিত জোট সরকারের শরিফ দল  আই.পি.এফ.টির নেতারা দিল্লী গিয়ে  ত্রিপ্রাল্যাণ্ডের দাবী জানিয়ে আসলেন৷ ত্রিপুরার উপজাতি কল্যাণমন্ত্রী মঙ্গল দেববর্র্ম, আই পি এফটির সহকারী সাধারণ সম্পাদক মেবার কুমার জামাতিয়া প্রমুখ নেতৃবৃন্দ৷

কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী অর্জুন সিং মুণ্ডার সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবী সম্বলিত একটি দাবী সনদ পেশ করেন৷ ত্রিপ্র্যাল্যাণ্ড ঘটনের আন্দোলন উপজাতিদের দীর্ঘদিনের আন্দোলন৷ অবিলম্বে এই দাবী পূরণের  জন্যে তাঁরা অর্জুন সিং মুণ্ডার কাছে আবেদন করেন৷

‘আমরা বাঙালী’ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে তীব্র  প্রতিবাদ করে বলা হয় এরা মুর্খের স্বর্গে বাস করছে৷ বর্তমান সমস্যা সঙ্কুল পৃথিবীতে বৃহত জন্তু ক্ষুদ্ররাষ্ট্রের কোনো স্থান নেই৷ তিপ্রা ল্যাণ্ড সমস্যার সমাধান নয়৷ বরং সংঘাত ও সমস্যার সৃষ্টি করবে৷ ভাগ কর ও  শোষণ করে--- এই ব্রিটিশ পলিশিতেই  দেশ আজও চলছে৷ সমস্ত রকম জাতি বিদ্বেষ কে দুরে সরিয়ে স্বয়ংসম্পূর্ণ সামাজিক  অর্থনৈতিক অঞ্চলই সকল সমস্যা সমাধানের একমাত্র পথ৷ ত্রিপুরা বৃহত্তর বাঙালীস্তানের  অংশ৷ এর ভিতর অন্যরকম কোন ল্যাণ্ড চলবে না৷ স্বয়ংসম্পূর্ণ সামাজিক  অর্থনৈতিক অঞ্চল বাঙালীস্তান ঘটনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব৷