লুকোচুরি

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

মনের আকাশে যেন কুয়াশা না আসে,

যেন ভাসে স্বচ্ছ পূর্ণ কমল

দ্যুতিময় সত্তা যেন সদা রয়

কৃপাময় যিনি সদা উজ্জ্বল৷

মেঘরাশি যখন আকাশেতে ভাসে

প্রকৃতির নিত্য খেলা,

মনের মেঘ যেন দূরে রয়,

বুঝে যেন সব অনন্ত লীলা৷

নিত্য হাসেন লীলাময় মম

মনের অন্ধকারে,

আলো-আঁধারের লুকোচুরি খেলা তাও

তাঁরই ইচ্ছা বারে বারে৷

এ জগৎ শুধু তাঁরই প্রকাশ

যিনি বিরাজিত ভক্ত হৃদয়ে,

এ সত্য বোঝে কেবলই ভক্ত,

যে দেখে তাঁকে বরাভয়ে৷