লেখক
কৌশিক খাটুয়া
ভরসা ও আশা দুই ভাইবোন
বিশ্ববাসীর ভীষণ আপন,
বিস্বাদ, অবসাদ একদম বাদ
জীবনকে এরা করে বরবাদ৷
বিপদ,আপদ এতটাই বদ
মানুষের ভয়, হারায় সম্পদ৷
শরীরে ক্লান্তি, মনের ভ্রান্তি
উভয় প্রভাবে হারাই শান্তি৷
রাগ, অনুরাগ মন্দ ও ভালো
যেন একটি আঁধার, আরেকটি আলো৷
দুঃখ ও সুখ ঘরে ফিরে আসে
একে অপরের থাকে পাশে পাশে৷
আস্থা, অনাস্থা নয়কো শস্তা
আস্থাতে পাই আশার রাস্তা৷
আর্থিক যোগ, জাগতিক ভোগ
পারমার্থিক প্রাপ্তিতে বৃদ্ধি বিয়োগ৷
কামনা, বাসনার চাহিদার হাত,
তুষিতে গেলে ঘটে পরমাদ৷
মান, অভিমান তার কাছে সাজে
যে জন সদা হৃদয়ে বিরাজে৷
- Log in to post comments