লেখক
কৌশিক খাটুয়া
জঙ্গল কেটে সাফ করে গড়ি
নগরের পত্তন,
অচেতনভাবে আহ্বান জানাই
মরুভূমির জাগরণ৷
অনাবৃষ্টির করাল গ্রাসে
মাটি ফেটে যায় ক্ষরায়,
তরুলতা বন শুকাইয়া যায়
সবুজক্ষেত্র হারায়৷
বায়ু দুষণের প্রাদুর্ভাবে
হারায় পরাণ বায়ু
জীব নরকুল অকালে তাদের
হারায় পরমায়ু৷
একটি গাছ একটি প্রাণ,
সে গাছ লাগিয়ে হও সুমহান৷
যে গাছ মোদের দেয় ফুল, ফল,
পক্ষী নীড় ও ছায়া,
সেই তরুতলে ভরে দিও জলে
এটি মানুষের দায়৷
- Log in to post comments