নাম নিতে নাই

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

ভূতকে ভয় পেয়ে সন্ধের পরে কেউ কেউ বলেন–উনি......তিনি.......তাঁরা হাওয়ায় ভর দিয়ে চলেন–সেই যে নাম নিতে নেই......দেখে এখনই গা ছমছম করছে......ওই শ্যাওড়া গাছটির দিকে একদম তাকিও না৷

যাঁরা এমন বলেন তাঁরা ভূত–প্রেতকে উপদেবতা বলেন৷ দেখনি, সাপের ভয়েতে রাত্রিতে লোকে সাপকে ‘লতা’ বলে৷ দিনের আলোয় সাপকে সহজেই দেখা যায়৷ তাই কিছুটা সতর্ক থাকাও যায়৷ রাতে ভাল করে দেখা যায় না তো, তাই রাতে ভূতের ভয়ের মত সাপের ভয়ও ৰেশী৷ তাই দিনের বেলায় যাঁরা ভূতকে ভূত বলেন, রাত্রে তাঁরা বলেন, উনি......তিনি......ইত্যাদি৷ আবার রাত্রে তাঁরা সাপকে বলেন ‘লতা’৷ বসন্ত হলে বলেন, ‘মায়ের দয়া হয়েছে’৷

সেটা ১৯৪০ সাল৷ কলকাতায় সেবার দারুণ বেরিবেরি রোগের প্রাদুর্ভাব৷ কলকাতার আশেপাশের শহরগুলিতেও সেই অবস্থা৷ ওলাওঠার১ (১কলেরা) দেবী ওলাইচণ্ডীর মত বেরিবেরির তখন কোনো নিজস্ব দেবী ছিল না (এখন হয়েছে কিনা জানি না)৷ পাছে বেরিবেরি নামটা মুখে আনলে বেরিবেরি পায়ে চেপে বসে সেই ভয়ে কিছু কিছু মহিলা ওই নামটাই নেওয়া ৰন্ধ করে দিলেন৷

মনে আছে, ছোটবেলায় আমাদের মুঙ্গের জেলায় একবার দারুণ প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল৷ লোকে তখন আর প্লেগকে২ (২অঙ্গিকা ভাষায় গিল্টি/গিট্টি) প্লেগ বলত না৷ সবাই বলত ‘বহ্হী ৰীমারী’৷ তারপর দু’হাত কপালে ঠেকিয়ে ভক্তিভরে প্রণাম করত৷

আমাদের পাড়ার গাঙ্গুলী মশায় বেরিবেরির নাম শুণে থর থর করে কাঁপতেন৷ বাড়ীতে মাত্র দু’টি প্রাণী–গাঙ্গুলী মশায় আর গাঙ্গুলী–গিন্নী৷ তাঁরা ঠিক করলেন, আগেভাগেই ডাক্তার ডেকে এনে বাড়ীতে বেরিবেরি ঢ়োকা ৰন্ধ করে দেওয়া হোক৷

ডাক্তারবাবু এসে গাঙ্গুলী মশায়ের ঘরে ঢুকলেন৷ পাশের ঘরে আড়ালে দাঁড়িয়ে রইলেন গাঙ্গুলী–গিন্নী৷ পর্দার আড়াল থেকে গাঙ্গুলী–গিন্নী জোর গলায় বললেন–কত্তা, আগে ডাক্তারকে শুধোও ওই রোগের কী কী লক্ষণ৷

ডাক্তার জোর গলায় গাঙ্গুলী মশায়কে বললেন–গাঙ্গুলী মশায়, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, ওই রোগ মানে কোন রোগ?

গাঙ্গুলী মশায় ডাক্তারকে বললেন–ওই রোগ মানে ৰেরিৰেরি৷

পর্দার আড়াল থেকে গাঙ্গুলী–গিন্নী মুখ ঝামটা দিয়ে বললেন–কত্তা, তোমার কি ভিমরতি হয়েছে? তোমাকে সাত শ’ বার বলেছি ও নাম নিও না, একটু উল্টো করে বলো রেৰিরেৰি৷

ডাক্তারবাবু বললেন–বুঝেছি, বুঝেছি৷ ওই রোগ হলে পা ফোলে, হজম শক্তি চলে যায়, শরীর দুর্বল হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়৷ এইগুলিই প্রধান লক্ষণ৷

পর্দার আড়ালে থেকে গাঙ্গুলী–গিন্নী জিজ্ঞেস করলেন–কত্তা, তুমি যে সব সময় তামাক খাচ্ছো, ডাক্তারকে জিজ্ঞেস করো তামাকে ভিটামিন আছে কিনা৷ তামাক খেলে রোগ বাড়ে না তো?

ডাক্তার একটু উঁচু গলায় বললেন–গাঙ্গুলী মশায়, আপনার স্ত্রীকে বলুন ঠিকভাবে টানতে পারলে তামাকে ভিটামিন পাওয়া যায়৷ অন্যথায় পাওয়া যায় না৷

গাঙ্গুলী মশায় বললেন–ঠিকই তো ঠিকই তো, কী যেন একটা শাস্ত্রের কোথাও আছে–

‘‘তাম্রকূটং মহদদ্রব্যং শ্রদ্ধয়া দীয়তে যদি৷

অশ্বমেধসমপুণ্যং টানে টানে ভবিষ্যতি৷’’

অর্থাৎ তামাক হ’ল একটি উন্নত মানের বস্তু৷ কেউ যদি কাউকে শ্রদ্ধার সঙ্গে তামাক অফার করে তাহলে গ্রহীতা যত বার টান দেবেন দাতা তত বার অশ্বমেধ যজ্ঞের ফল পেতে থাকবেন৷

পর্দার আড়াল থেকে গাঙ্গুলী–গিন্নী বললেন–কত্তা, ডাক্তারকে শুধোও, তামাকের মত আর কোন্ কোন্ জিনিসে ভিটামিন আছে৷ কাল থেকে তোমাকে সেই সব জিনিস খাওয়াব৷

ডাক্তার বললেন–টম্যাটোতে ভিটামিন আছে, পালং শাকে তো আছেই৷ তাছাড়া পালং শাক হার্টের রোগের ওষুধ রূপেও দীর্ঘকাল ধরে পরিচিত৷

‘‘পালঙ্ক্যা মধুরা স্বাদুঃ শ্লেষ্মলা হিতকারিণী৷

বিষ্টাম্ভিনী মদশ্বাসপিত্তরক্তব্৷৷’’

ডাক্তার বললেন–তাছাড়া আপনি হাফ–বয়েল্ড ডিমও খাবেন৷ পর্দার আড়াল থেকে গাঙ্গুলী–গিন্নী রণরঙ্গিণী মূর্ত্তিতে চীৎকার করে শুধোলেন–কত্তা, পোড়ারমুখোকে ঝেঁটিয়ে বিদায় করো৷ তুমি বামুনের ছেলে বয়েল৩ (৩হিন্দীতে বৈল’ (বাংলা উচ্চারণ ‘বয়েল’) মানে বলদ৷) খাবে কী গো৷ সব গেল....গেল৷ এক্ষুণি ডাক্তারকে বিদায় করে দাও৷ আমি ওর পেছনে পেছনে গোবর জলের ছড়া দিতে দিতে যাব৷

সেদিন সন্ধ্যায় পাড়ার ছেলেরা বেরিবেরির হাত থেকে পাড়াকে বাঁচানোর জন্যে রক্ষেকালী পুজোর ব্যবস্থা করেছে৷ পুজোর সঙ্গে নানান ভ্যারাইটি ফাংশান অ্যাণ্ড পারফরম্যান্সের ব্যবস্থা আছে৷ ঠোঁটে সিঁদুরমাখা গায়কীরা এসেছেন৷ গায়কেরা তেমন পাত্তা পাননি৷ নানান সিন–সিনারি দিয়ে শ্মশানের দৃশ্য এঁকে প্যাণ্ডেল সাজানো হয়েছে৷ রক্ষেকালীর পুজো তো শ্মশানের দৃশ্যগুলো ঠিকভাবে না ফোটাতে পারলে বিউটিটাই নষ্ট হয়ে যাবে৷ বেরিবেরির ভয়ে পাড়ার অনেকেই সেখানে জড়ো হয়েছেন–এসেছেন গাঙ্গুলী মশায়ও৷ সবাইকার মুখে এক কথা৷ এবার থেকে ঢেঁকি–ছাঁটা চাল খেতে হবে৷ ময়দার বদলে চোখল–মিশ্রিত আটা খেতে হবে৷ রোগটা নাকি ঢ়োকে কলে তৈরী সর্ষে তেলের ভেতর দিয়ে৷ তাই ঘানির তেলই খেতে হবে ইত্যাদি ইত্যাদি৷

গাঙ্গুলী মশায়ের খাবার সময় হয়ে গেছে৷ তাই তিনি বাড়ী ফিরবেন৷ হঠাৎ পায়ে চটিটা গলাবার সময় আর্ত্তস্বরে রে–বি রে বি.... রে–বি রে–বি চীৎকার করে গাঙ্গুলী মশায় অজ্ঞান হয়ে গেলেন৷ খানিকক্ষণ সেবা–শুশ্রুষা করার পর সবাই জিজ্ঞেস করলে–কী হয়েছে গাঙ্গুলী মশায়, অত ভয় পেলেন কেন?

গাঙ্গুলী মশায় বললেন–আমার রেবিরেবি হয়েছে৷

পাড়ার ছেলেরা শুধোলে–আপনার বেরিবেরি হয়েছে কী করে বুঝলেন দাদু, আপনার বেরিবেরি হয়েছে৷

গাঙ্গুলী মশায় বললেন–আসার সময় চটিতে ভালভাবেই পা গলে ছিল, এখন আর চটিতে পা গলানো যাচ্ছে না৷ তার মানেই রেবিরেবিতে পা ফুলে গেছে৷

পাড়ার একটা ফুটবল–পাগল ছেলে এসে বললে–দাদু, ফুটবল খেলুন, বেরিবেরি পায়ের ত্রিসীমানায় ঘেঁষবে না৷

ভীত–সন্ত্রস্ত–বিরক্ গাঙ্গুলী মশায় বললেন–ফুটবল খেলব ও জগতে গিয়ে৷

আরেকটা ছেলে এসে বললে–দেখি দেখি, কোন্ চটিতে আপনার পাটা গলছে না৷

এক মিনিট নিস্তব্ধ৷ এ যেন শ্মশানের স্তব্ধতা৷ তারপর ছেলেটি বললে–গাঙ্গুলী মশায়, আপনার ঠিকেয় ভুল হয়েছে৷ আপনি ভুল করে ঘোষাল মশায়ের চটিতে পা গলিয়েছিলেন৷

তা যাই হোক্, বেরিবেরিকে যেমন গাঙ্গুলী মশায় ভয়ে ভক্তিতে ‘রেবিরেবি’ বলতেন ভূতকে অনেকে ভয়ে ভক্তিতে ‘উপদেবতা’ বলে থাকে৷