নেতাজী সুভাষ

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

নেতাজী সুভাষ---বীরের নাম

লহ প্রণাম লহ প্রণাম!

বিপ্লবের মন্ত্র সাধন---

তীব্র শক্তি সম্পাদন,

কদম কদম গতি বর্ধন---

ইংরেজের হৃদয় কম্পন!

আপোষ নয়, সন্ধি নয়

যুদ্ধে তুমি যে অকুতোভয়৷

কম্বুকণ্ঠে বজ্রনাদ---

বশ্যতা নয়, আমরা আজাদ

যুদ্ধে রণবাদ্য বাজিয়ে

ব্রিটিশের সাম্রাজ্য কাঁপিয়ে

লালকেল্লা জয়ের যুদ্ধে

জাতীয় পতাকা তুলতে ঊধের্ব

আজাদ হিন্দ সৈন্যবাহিনী---

অগ্ণ্যাক্ষরে লেখা সে কাহিনী৷

প্রণাম তোমায়, হে মহাবীর

নতশির তাই ভারতবাসীর৷