লেখক
শ্রীপথিক
নেতাজী,
তুমি আমাদের বলেছিলে
রক্ত দাও, স্বাধীনতা দেব৷
আমরা বলেছিলুম রক্ত নয়
বিনা রক্তেই স্বাধীনতা পাব৷
অত্যাচারীর হূদয়ের পরিবর্তন হবে,
ওরা নিজেরাই যেচে স্বাধীনতা দেবে৷
স্বাধীনতা আমরা পেয়েছি
তবুও রক্ত তো আমাদের দিতেই হচ্ছে
গ্রামে গঞ্জে শহরে নগরে
কিন্তু সে রক্ত তোমার চাওয়া
গাা লাল রক্ত নয়,
এ রক্ত বিশ্বাসঘাতকের নীল রক্ত
ভ্রাতৃঘাতী আত্মঘাতী রক্ত৷
হায়, সেদিন যদি তোমার ডাকে
সাড়া দিয়ে
রক্ত গোলাপের মত
তাজা লাল রক্ত
পূর্ণ স্বাধীনতার চরণে অর্ঘ্য দিতুম
তাহলে হয়তো এমনি করে
চক্রবৃদ্ধি হারে সুদে–মূলে
ঋণ শোধ করতে হোত না৷
- Log in to post comments