প্রভু

লেখক
সুকুমার রায়

প্রভু পারে বসে নিরব নিশীথে

পথ চেয়ে বুক ভরা আশাতে

মায়ার বাঁধন খণ্ডের সাধন

সহে না যাতনা আঁধারের বেদন

খুঁজিতে মন ধ্যানেতে মগন

প্রাণনাথ হে দাও মোরে শরণ৷

 

প্রভু তোমারী নামে-গানে

ভাসিছে কী মধূরতা পানে

মনফুলে লাগল যে দোলা

ভবসাগরে নামের ভেলা

ছন্দে ও তালে প্রীতির পরশে

যাই গো মোরা নন্দন বেশে৷