লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
তোমায় স্মরেছি গহন গভীরে
নিস্তব্ধ রজনীতে,
পেয়েছি তোমায় নির্জন কাননে
এই না ধরণীতে৷
শৈত্যপ্রবাহে মাধুরী ছড়ায়ে
চলেছিলে তুমি পথ
রাঙিয়ে জীবন তুলিয়া রণন...
করেছিলে একমত৷
নিত্যদিনের কাজের মাঝেই
ডেকে যাই তোমারে
তুমিও সদাই ঘিরিয়া রয়েছো
বাজিয়ে বীণা তারে৷
তোমার পরশে হরষিত চিত
তোমারই কথা বলে,
নয়ন মুদিয়া ধরিতে গেলেই
যাও কোথা তুমি চলে?
না চাহিতে তুমি আসিয়া দাঁড়াও
মুচ্কি হাসি হেসে,
অপার তোমার লীলা মাধুরী
যাও সবে ভালবেসে৷
হাসিতে তোমার মোহন বাঁশী
নাচায় জীবন মন,
জানিগো জানি বিশ্বজগতে
তুমিই পরমধন৷
অতৃপ্ত বাসনা মানেনা বাঁধন
তোমাতেই পাবে লয়
রয়েছো ঘেরিয়া সদাই আমায়
তুমিই পরমাশ্রয়!
- Log in to post comments