‘ৰাৰা নাম কেবলম’ কীর্তন হ’ল মোহন বিজ্ঞানের অন্তর্ভুক্ত সঙ্গীত৷ ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন হ’ল ইষ্টনাম হ’ল পজিটিভ সাউন্ড৷ উচ্চৈ স্বরে পরম পুরুষের গুন-গান ক’রে পরমপুরুষের আনন্দপ্রাপ্তি হয়৷ এই অবস্থায় ভক্ত নিজেকে ভুলে গিয়ে আত্মহারা হয়ে পরম পুরুষকে আনন্দ দেওয়াই হয়ে ওঠে ভক্তের জীবনের লক্ষ্য৷ পজিটিভ সাউণ্ডের পরিবেশ পজিটিভ মাইক্রোবাইটামের সমাবেশ হওয়ার পক্ষে অত্যন্ত অনুকূল৷ সেদিক থেকে ‘ৰাৰা’র দেওয়া অষ্টাক্ষরী সিদ্ধ ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্তনে যে মনোরম স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়, তাতে কোটি কোটি পজিটিভ মাইক্রোবাইটামের সমাবেশ হয়৷ আর এই মাইক্রোবাইটাম হরিপরি ম
ণ্ডলের উপস্থিত সকলের জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণ সাধন হয়৷ এমনকি, বহু দুরারোগ্য ব্যধিরও নিরাময় হয় এই কীর্ত্তনে সৃষ্ট মাইক্রোবাইটামের সাহায্যে অশেষ কৃপা বর্ষন করেন৷ প্রসঙ্গত বলি--- গুরুধ্যানের মধ্য দিয়েও পজিটিভ মাইক্রোবাইটামের সমাবেশ হয়৷ কীর্ত্তন করার ফলে শুধু যে পজিটিভ মাইক্রোবাইটামের সমাবেশ হয় তাই নয়, উচ্চৈস্বরে কীর্ত্তন করার ফলে যে স্পন্দন তৈরী হয় তাতে মুখ পবিত্র হয়, জ্বিহা পবিত্র হয় ও কানও পবিত্র হয়৷ সামগ্রিকভাবে ঐ পরিবেশের জীবজন্তু, পশুপক্ষী এমনকি গাছপালা প্রভৃতি পবিত্র হ’য়ে ওঠে ও এক অপার আনন্দ স্রোতে ভাসতে থাকে৷ আসলে কীর্তনের ফলে যে সূক্ষ্ম তরঙ্গের সৃষ্টি হয় তা অতিরিক্ত সূক্ষ্মভাবাশ্রয়ী শব্দ তরঙ্গ ছাড়া আর কিছুই নয়৷ এই সূক্ষ্মভাবাশ্রয়ী তরঙ্গে কেবলমাত্র একটি তন্মাত্র (শব্দ) থাকায় পজিটিভ মাইক্রোবাইটামের অবস্থানের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত৷ এই কারণেই ‘ৰাৰা নাম্ কেবলম্’ কীর্ত্তনে উৎপন্ন পজিটিভ মাইক্রোবাইটাম স্বাধীনভাবে তার বহুমুখী কাজ চালিয়ে জীবকূল পশুপক্ষী ও গাছপালা প্রভৃতির উপর প্রভাব ফেলে বহুবিধ কল্যাণ সাধন করে৷ এখানেই হ’ল ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তনের বিশেষ মাহাত্ম্য, এই মাহাত্ম্যের কথা ভেবেই অনুমিত হয় যে, শ্রদ্ধেয় দাদা আচার্য্য নিত্যসত্তানন্দ অবধূতজী তাঁর আনন্দ সঙ্গীত লিখেছেন---
একবার পরান খুলিয়া গা’ দেখি তোরা
কেবলম্ ৰাৰা নাম্
দুর হয়ে যাক্ শোক ভয় লাজ
পূত হোক ধরাধাম্৷
(আনন্দ সংগীত, আনন্দ)
নগর, মার্চ ১৯৭০
এমনি আরও একটি গান হ’ল---
আনন্দ দাও আনন্দ মূরতি
কৃপা কর জগজনে
তুমি ছাড়া কেবা আছে ত্রিভুবনে৷
কবে পথে পথে সবে গাইয়া ফিরিবে
তোমারই জয়গান---
করে বিশ্বভুবনে উঠিবে ধবনিয়া
কেবলম্ ৰাৰা নাম৷৷
এই প্রসঙ্গে শ্রদ্ধেয় দাদা শ্রী অমূল্যভূষণ ষড়ঙ্গী কে ‘ৰাৰা’ (শ্রীশ্রীআনন্দমূর্ত্তী) একবার একান্তে কি বলেছেন তা পাঠক গণের কাছে হুবুহু পরিবেশন করছি---
শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী নিজেই বলেছেন---‘‘
‘I have not come to establish sadvipra samaj. That is but a fraction of my true purpose. My real mission is to inundate the world with devotion.’’
‘‘আমি এখানে সদ্বিপ্র সমাজ ঘটনের উদ্দেশ্য আসিনি৷ সেটা আমার আসল উদ্দেশ্যের একটা ভগ্ণাংশ মাত্র৷ আমার আসল উদ্দেশ্য হচ্ছে,, পৃথিবীকে ভক্তি স্রোতে প্লাবিত করে দিতে৷’’
‘ৰাৰা’-র এই উক্তির প্রসঙ্গে দাদা নিত্যসত্তানন্দজীর আরও একটি আনন্দ সংগীত আমাদের মনের কোনে তীব্র অনুরণ এনে দিচ্ছে৷
শ্রদ্ধেয় দাদা আত্মহারা হয়ে তাঁর আনন্দসংগীতে গেয়ে উঠলেন---
(ওভাই) দেখ্ চেয়ে দেখ ভাসছে ধরা নামের বানে৷৷
ৰাৰা নামে সূর্য ওঠে ৰাৰা নামে চন্দ্র ওঠে
ৰাৰা নামে পুষ্প ফোটে
কাননে কাননে৷৷
জগতে একটি নাম্ ৰাৰা নাম ৰাৰা নাম
ৰাৰা নাম দাও ছড়ায়ে
প্রাণে প্রাণে৷৷
(আনন্দনগর --- জুলাই, ১৯৭৪)
- Log in to post comments