সান্ত্বনা

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

তুমি আসবে বলে ছিলুম দাঁড়িয়ে

কিন্তু তখন এলে না,

বলতে পারো কিসের তরে

এসব তব ছলনা?

দ্রুতগ রথে এলে যবে তুমি

পথ প’রে থামলে না,

মালা হাতে  ছিলুম সেথা---

তা-ও তুমি নিলে না৷

মনের ব্যথা বুঝলে যখন

সামনে এসে দাঁড়ালে,

কথা কিছু কইলে না,

মুচকি হেসে রইলে চেয়ে

কিসের এত ছলনা?

বাঁধন হারা চিত্ত মম

এসব কিছু বোঝে না,

আপন হাতেই নিলে তুলি মালা

এই শুধু মোর সান্ত্বনা!