লেখক
আচার্য জ্যোতিরীশানন্দ অবধূত
হাসি দেখে আর হাসি মুখে মধুর ব্যবহার৷
সহজে সফল সকল কাজে, সাথে স্বাস্থ্য উপহার৷
শত্রুনাশে, শান্তি আসে, আপন করে সবার৷
হাসি মুখে ব্যাধি সারে
মধুরতায় শান্তি ভরে৷
দেখ বাপু, আমি নয় বৈদ্য, নয় কবিরাজ ডাক্তার৷
উপদেশ দিতে পারি বিনা পয়সার মাষ্টার৷
অভ্যাসে স্বাস্থ্য উদ্ধার দৃঢ় বিশ্বাস আমার৷
ভাল অভ্যাসে ভাল চরিত্র
শান্তি-স্বাস্থ্য বিরাজে সর্বত্র৷
সাত্ত্বিক দেহে চিন্তা প্রবাহে জাগায় সাত্ত্বিক ভাব৷
জাগিয়া মাতিলে স্বভাবে, তার কিসের অভাব?
সেবা-সাধনা-ত্যাগ-আরাধনা মানুষের স্বভাব৷
পশু থেকে মানুষ আর, মানুষ থেকে দেবতা
নিজের মধ্যে জাগালে সত্ত্ব সম্বেদনতা৷
সাত্ত্বিক স্বাস্থ্যে সদ্গতি প্রাপ্তি?
ভাবে ভেসে ভজিলে জাগে পরা ভক্তি৷
মন মজিয়ে মিলনে মোক্ষ মুক্তি৷
হলে প্রতিষ্ঠিত সত্ত্বগুণে
হলাদীনি ভিতরে টানে৷
- Log in to post comments