সবার উপরে মানুষ

লেখক
ডাঃ শ্যামল গোস্বামী

নিজেকে ছড়িয়ে দাও

মানুষের মাঝে

মানুষের উপকারে

মানুষের কাজে৷

 

সামনে তাকিয়ে দেখ

মানুষই ডাকছে তোমায়

কতশত রয়েছে মানুষ

পৃথিবীর শহর ও গাঁয়৷

 

এখনো থাকবে বসে

ছোট্ট ঘরের কোণে

এখনো কিসের দ্বিধা

পীড়িত বঞ্চিত মনে!

 

এখনি বাইরে এসো

এই মুহূতেই আজ

বৃথাই সময় গেছে

রয়েছে অনেক কাজ৷

 

মানুষ মহান হয়

মানুষের অনুভবে

থাকলে তেমন মন

তুমিও মহান হবে৷