স্বচ্ছ নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরও কিছু নতুন সিদ্ধান্ত নিতে হবে

লেখক
বিশ্বদেব মুখোপাধ্যায়

লোকসভা, বিধানসভা বা রাজ্যসভা নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ সেই দায়িত্ব তারা যে পালন করে থাকে এ বিষয়ে দেশবাসী অবগত আছেন৷ কমিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল নির্বাচনে বোটারদের voter)সচিত্র পরিচয়পত্রের ব্যবহার৷ স্বাধীন ও নিরপেক্ষ এই সংস্থাকে আরও কিছু নতুন বিষয় সংযোজন করে কঠোর সিদ্ধান্ত নিতে হবে৷ দেশবাসী যেন কখনই ভাববার সুযোগ না পায় যে এই কমিশন কেন্দ্রে ক্ষমতাসীন দলের অঙ্গুলি হেলনে চলে !

বোটারদের voter) প্রভাবিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের জনমোহিণী প্রতিশ্রুতি দিয়ে থাকে৷ এই অধিকার দলগুলোর অবশ্যই আছে৷ কোনো কোনো সময় বোটাররা এইসব প্রতিশ্রুতিতে ভীষণভাবে প্রভাবিত হয়ে যায়৷ ফলে নির্বাচনে ফলাফল পুরো পাল্টে যায়৷ পরে দেখা যায় যেসব প্রতিশ্রুতি কোনো দলকে ক্ষমতায় নিয়ে এল, সেই দল বেমালুম ভুলে যায় জনগণকে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে৷ এটা যাতে না হয় সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে আরও কঠোর হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দলের পক্ষ থেকে বছরে ২কোটি বেকার যুবক যুবতীর চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ চাকরির এই প্রতিশ্রুতি দেশের যুবসম্প্রদায়কে ভীষণভাবে প্রভাবিত করেছিল ও বিজেপি দলকে ক্ষমতায় নিয়ে আসতে সাহায্য করেছিল বলে বেশিরভাগ মানুষ মনে করেন৷ দশ বছর পূর্ণ হওয়ার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে বিজেপি দল কী সেই প্রতিশ্রুতি পূরণ করেছে ? বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা বাদ দিয়েও বলা যায় এই প্রতিশ্রুতির ধারেকাছেও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার পৌঁছুতে পারে নি৷ জানা গেছে এই সময়কালে দেশে বেকারত্বের হার ছিল সর্বাধিক৷ যে প্রতিশ্রুতি রক্ষা করাই যাবে না,এমন প্রতিশ্রুতি দেওয়া হয় কেন ? কোনো রাজনৈতিক দলেরই এমন ধরণের প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, যা তারা পালন করতে পারবে না৷

এক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা উচিত প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে লিখিতভাবে আদায় করা বোটারদের তারা কোনকোনবিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে৷ সাথে সাথে এও অঙ্গীকার করাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে৷ সেই ব্যবস্থা অনুযায়ী পরের পাঁচ বছর প্রতিশ্রুতি ভঙ্গকারী দল নির্বাচনে অংশ নিতে পারবে না বা তাদের বিজয়ী সাংসদ বা বিধায়করা পরবর্তী নির্বাচনে আর দাঁড়াতে পারবেন না৷ এইধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারলে সুচতুর রাজনৈতিক দলগুলো জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার আগে হাজারবার অন্তত ভাববে৷ এই ব্যবস্থা চালু হলে জনগণ ধোঁকা খাওয়ার বা ধাপ্পাবাজির হাত থেকে রক্ষা পাবে বলেই অনেকের বিশ্বাস৷

বর্তমানে সবচেয়ে আলোচিত পরিবেশ মূলতঃ প্রাকৃতিক পরিবেশ বিষয়ে রাজনৈতিক দলগুলো কী চিন্তা ভাবনা করছে ও আগামী পাঁচ বছরে তারা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য লিখিতভাবে জানাতে হবে কমিশনকে৷ এর মধ্যে অবশ্যই থাকা দরকার বৃক্ষরোপণ ও সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করে বৃষ্টির জল ধরে রেখে দৈনন্দিন নানা কাজে ব্যবহার বাড়ানোর কৌশল ইত্যাদি৷ এবিষয়ে বিস্তারিতভাবে জানাতে হবে৷ তবে তা মৌখিকভাবে নয় লিখিত ভাবে পেশ করতে হবে৷ এর অন্যথা হলে প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে৷ বর্তমানে বিশ্ব উষ্ণায়ন যেভাবে আবহাওয়ার উপর বিরূপ প্রভাব ফেলেছে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন পরিবেশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনা কি তা জানা৷ অথচ বোট প্রচারে পরিবেশের ব্যাপারে কোনো দলকেই তেমনভাবে সরব হতে দেখা যায় না৷ এটা দেশবাসীর দুর্ভাগ্য!

এছাড়াও আরো কিছু বিষয়ে নির্বাচন কমিশনকে তৎপরতা দেখাতে হবে৷ কমিশন কর্তৃক বেঁধে দেওয়া খরচের বাইরেও গোপনে অর্থ বা অন্য কোনো ভাবে বোটারদের প্রলোভন দেখিয়ে বোট কিনে নেওয়া হয়ে থাকে৷ পেশি শক্তির আস্ফালন তো আছেই৷ যে দলের যেখানে জোর বেশি তারা সেখানে সেই শক্তি প্রয়োগ করে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করে৷ এই প্রবণতা রুখতে হবে কমিশনকেই৷ কিভাবে তারা একাজ করবে সেই পরিকল্পনা তাদের ই গ্রহণ করতে হবে, প্রয়োজনে দেশবাসীর মতামত জানতে পারে৷ নচেৎ অনেক সময় নির্বাচন প্রহসনে পরিণত হয়৷

গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য নির্ভর করে নির্বাচনে শিক্ষিত ও সচেতন নাগরিকগণের অধিকতর অংশগ্রহণ৷ প্রার্থী ও বোটার উভয়েই শিক্ষিত ও সচেতন হলে নির্বাচন অনেকটাই সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা করা যায়৷ বোটার তালিকা ত্রুটিমুক্ত করতে হলে সারা বছর ধরে কাজ করতে হবে৷ মৃত ব্যষ্টির নাম বাদ দেওয়ার পাশাপাশি নতুন বোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে৷ অনেকসময় রাজনৈতিক দলগুলো ভূতুড়ে বোটারের কথা বলে থাকে৷ একজন ভূতুড়ে বোটারের অস্তিত্বও যাতে খুঁজে পাওয়া না যায় সেই দায়িত্ব ও কমিশনের৷

মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার তাঁর আজকের সমস্যা গ্রন্থে পরিস্কার ভাবে উল্লেখ করেছেন --’প্রাপ্ত বয়স্কের বোটাধিকার কথাটি শুনতে খুবই ভাল৷ কিন্তু একথা অস্বীকার করবার জো নেই যে রাজনৈতিক চেতনা বিহীন বোটদাতা শাসনযন্ত্রকে দুর্বল ই করে দেয় ও সেই জন্যে অশিক্ষিত বা অল্প শিক্ষিত ব্যষ্টিদের বোটদানের অধিকার জনস্বার্থের খাতিরে না থাকাই বাঞ্ছনীয়৷ ........ বুদ্ধিমান ধাপ্পাবাজেরা অতি সহজেই অশিক্ষিত ব্যষ্টিদের বোট হাতাতে পারে বা কিনতে পারে৷ জাতি বাদ বা সাম্প্রদায়িকতাবাদ প্রচার করে, অশিক্ষিত দেশে জনসাধারণকে সহজেই বিভ্রান্ত করা যায়৷ গণতন্ত্রের সার্থকতা নির্ভর করে শিক্ষিত সংবেদনশীল বোটদাতার ওপরে.....’৷৷