লেখক
শিবরাম চক্রবর্তী
বঙ্গ সন্তান
(রাজা) রামমোহন রায়
নতুন ইতিহাস গড়তে,
সতীদাহ প্রথা রোধে
আগেই গেলেন লড়তে৷
একসময় স্বামী মরলে
সতীদাহ প্রথায়,
হিন্দু নারীর চিতায় তুলতো
বলপ্রয়োগের দ্বারা৷
বীভৎস সেই দৃশ্য দেখে
রামমোহনের মনে,
ভীষণভাবে পীড়া দিতেই
ভাবতেন সর্বক্ষণে৷
হিন্দু শাস্ত্র ঘেঁটেঘুটে
এমন প্রমাণ কিছু
যুক্তির তেমন না পেয়ে সার
দেখেন অন্য কিছু৷
স্বামী মরলে তাঁর ভাগের
অংশ স্ত্রীও পায়
সেই পথ রুখতে,
শ্বশুর বাড়ীর লোক
(সতীদাহ প্রথায়)
মারার পথ বেছে নেয়৷
ভাল কথা বুঝালেও
এ পথ কেউ না ছাড়ে,
মানবতার খাতিরে তাই
(রামমোহন) এবার
তাঁর জেদ বাড়ে
শক্ত হাতে আইনের পথে
রাজা রামমোহন রায়,
সতীদাহ প্রথা বিলোপ
করে’ মহান হয়৷
- Log in to post comments