সমাজ সেবা

লেখক
নারায়ণ চন্দ্র সরকার

সাহস করে এগিয়ে গিয়ে

করতে হবে কাজ

মনোবল অটুট রেখে চললে

সমাজ সেবায় নাহি লাজ৷

ভাল কাজে ভালই লাগবে

থাকবে না ভয় ভীতি,

সবার পাবে ভালবাসা শ্রদ্ধা

যদি গড়তে পার কীর্তি৷

লক্ষ্যে অবিচল ধৈর্য্য নিয়ে

করলে সব কাজ৷

পাবে আনন্দ সমাজ সেবায়

পড়বে না খারাপ দাগ৷

ভালবাসায় সমাদ সেবায়

তুমি সবার হবে প্রিয়

কাজের মাধ্যমে উত্তীর্ণ হলে

সবার হবে শ্রেয়৷

সমাজের কাজে ব্যস্ত থাকবে

এই কামনা করি,

সব কাজেই যত্নবান হয়ে কাজ কর

সারাটা জীবন ধরি৷