স্মরণিকা

* ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,

আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা,

দিবে কোন বলিদান?

আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ?

দুর্গম গিরি,কান্তার মরু, দুস্তর পারাবার

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার!

 

*মহা বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত

যাবে উৎপীড়িতের ক্রন্দনরোল অবকাশে

বাতাসে ধবনিবে না,

অত্যাচারী খড়্গ কৃপাণ ভীম রণ ভূমে রণিবে না---

                                         ---কাজী নজরুল ইসলাম