স্মরণিকা

* শত্রু শক্তিশালী হলে লুকিয়ে প্রাণ রক্ষা করাই শ্রেয়৷

* শত্রুর সঙ্গে যুদ্ধে নামার আগে নিজের এবং তার শক্তি সম্বন্ধে ভালো করে জেনে নেওয়া উচিত৷

* শক্তিমান হলেই দুর্বলের সঙ্গে শত্রুতা করা বুদ্ধিমানের পরিচয় নয়৷

* দুষ্টের দমন, শিষ্টের পালন, মানীকে মান্য করা, গুরুজনের সেবা করা, আর ধর্মে অবিচল ভক্তি রাখাই মানুষের কর্তব্য৷

* আত্মরক্ষার্থে বিষহীন সাপকেও ফণা তুলে তেড়ে যেতে হয়৷        ---পঞ্চতন্ত্রর নীতি