স্মরণিকা

লেখক
পত্রিকা প্রতিনিধি

* গানে যে রূপ ফুটছে, কবিতায় যে রূপ ফুটছে, ছবিতে যে রূপ এবং বিশ্বের এই বিশ্বরূপ---সবারই কাজ মাধুরীতে মনকে তলিয়ে দেওয়া৷ এই মাধুরী স্পর্শ করে চলেছে তাবৎ জীব, কেউ এতে তলিয়ে যাচ্ছে, কেউ সমুদ্রের জলে তেলের মতো ওপরে-ওপরে ভাসতে থাকছে, তলাতে পারছে না৷

* যে ভাষাই ব্যবহার করি না কেন, মনের হাতে তার লাগাম না তুলে দিয়ে তাকে চালিয়ে যাওয়া শক্ত৷             --- অবনীন্দ্রনাথ ঠাকুর