লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
শ্রাবণের বর্ষণস্নাত নির্জন গঙ্গাতীর
মৃদুমন্দ বহে সুশীতল স্নিগ্দ সমীর
নীল নভে খণ্ড খণ্ড মেঘমালা
পূর্ণচন্দ্র সাথে অবিরাম লুকোচুরি খেলা
জ্যোৎস্না ধৌত বটবৃক্ষতলে উপবিষ্ট
শুভ্রবেশ, সৌম্যকান্তি জ্যোতির্ময় পুরুষশ্রেষ্ঠ৷
সহসা আগুয়ান, নৃশংস দস্যু, নাম কালীচরণ
‘পতিতপাবন’ হরির সর্বস্ব করিতে হরণ৷
মহাসম্ভূতি তারকব্রহ্ম রূপে যিনি আবির্ভূত
তাঁরই অহৈতুকী কৃপায় পাতকী হ’ল সর্বপাপ মুক্ত
সিদ্ধ মন্ত্রপাতে চিত্তে উদ্ভাসিল দিব্যানুভূতি
শ্রাবণী পূর্ণিমার পুণ্যলগ্ণে পূর্ণ প্রকাশিত
আনন্দঘন বিশ্বমাঝে তুমি আনন্দমূরতি৷
- Log in to post comments