লোকের বিশ্বাস এলাকার ত্রাস
দস্যু কালী ডাকাত,
শ্রাবণী পূর্ণিমার সন্ধ্যাবেলায়
কার সাথে সাক্ষাৎ!
যার সান্নিধ্যে পুণর্জনম
হারায়ে অতীত ছন্দ,
সোনার কাঠির পরশ ধন্য
হল সে কালিকানন্দ৷
তিনি মনোহর স্বভাব সুন্দর
অজানা তো নাই কিছু,
চুপিসারে কালী লুঠে নিতে চায়
চলে তার পিছু পিছু৷
পূর্বাকাশে রূপালী চন্দ্র
অলক্ষ্যে যায় হেসে,
‘কালীচরণ’ নামে প্রাণ ঢালা প্রেমে
কে ডাকিল ভালোবেসে৷
নদী বহে যায় কুলু কুলু রবে
যেথা কোলাহল হীন নির্জন
করুণা ঝরা মধুর সে ডাকে
বিবশ অবশ দুর্জন!
মন্ত্রমুগ্দ কালীচরণ প্রভু নির্দেশে
করে অবগাহন,
শান্ত, দান্ত অজানা পান্থ
বসেছে শিকিতে জীবন সাধন৷
ধর্মের পরে করে নির্ভর
সাধন মার্গে প্রবেশ
সেবা ধর্ম জীবনের ব্রত
শুভ চেতনার উন্মেষ৷
নৈতিকতায় আবৃত মন
কুকর্ম ছুঁড়ে ফেলে,
ইষ্টের পানে অগ্রগমন
চেতনার দীপ জ্বেলে৷
সিদ্ধমন্ত্রে দীক্ষিত হয়ে
কালিকানন্দ নামে পরিচয়,
জীব সেবাতেই আত্মনিয়োগ
শিরপরে তার বরাভয়!
জীবন যদি হয় অকুল পাথারে
দিশাহীন এক তরী,
তাঁর আশীর্বচনে প্রেমাকর্ষনে
নতুন জীবন গড়ি৷
- Log in to post comments