সর্বকালের শ্রেষ্ঠ দেশপ্রেমিক

লেখক
সাক্ষীগোপাল দেব

এক যে ছিল রাজপুত্র

নয়কো গল্প কথা

শৃঙ্খলিত দেশ জননীর

দুঃখে পেত ব্যথা৷

মায়ের অশ্রু মোছাতে সে

করল কঠিন পণ

বিলাস ব্যসন ফেলল ছুঁড়ে

নিল কষ্টের জীবন৷

শত্রুর চোখে ধুলো দিয়ে

(গেল) রাশিয়া, জার্র্মনি

সেখান থেকে সাবমেরিণে

জাপানে যায় নামি৷

বীর বিপ্লবী রাসবিহারী

বাংলা মায়ের ছেলে

গড়ে এক সৈন্য দল

(দিলেন) নেতাজীর হাতে তুলে

নাম হলো সেই সৈন্যদলের

আজাদ হিন্দ বাহিনী

কাঁপল ব্রিটিশ গণল প্রমাদ

সে আর এক কাহিনী৷

মুক্ত করল আন্দামান

আর নিকোবর ভূখণ্ড

উড়ল ত্রিবর্ণ নিশান

ভারত যে অখণ্ড৷

সাতটি দেশের স্বীকৃতি পেল

স্বাধীন ভারতবর্ষ

আকাশে বাতাসে ধবনিত হল

ভারতবাসীর হর্ষ৷

নেতাজী সুভাষ ভারতবর্ষের

প্রথম প্রধানমন্ত্রী,

এই সত্য চেপে রেখেছিল

কিছু স্বার্থী ষড়যন্ত্রী

ইতিহাস ওদের করবে না ক্ষমা

(ওদের) ঠাই হবে ডাষ্টবিনে

ওদের কীর্তিকলাপ ফাঁস হয়ে গেছে

মানুষ নিয়েছে চিনে৷

সর্বকালের সবার সেরা

দেশপ্রেমিক সুভাষ

(আজও) লক্ষকোটি ভারতবাসীর

হৃদয়ে তাঁর বাস৷