লেখক
কৌশিক খাটুয়া
যা কিছু দেখেছি, যাহা দেখি নাই
সকলই তোমার প্রকাশ,
ভূবনে যত অগ্রগতি
তব ইচ্ছার বিকাশ৷
কাননে কুসুম, পাখীর কুজন,
নীল অম্বর, দখিনা পবন,
রামধনু আঁকা, গগনের রাকা,
সোনালী ভোর অতি মনোরম৷
ধবল মেঘের শরৎ আকাশ,
গরমকালের দখিনা বাতাস
কত সহস্র যুগ ধরে তুমি
ধরনীকে গড় জীবের আবাস!
তটিনী প্রবাহ, সিন্ধু-তুঙ্গ,
তুষার-কিরীটি হিমালয়,
জ্যোৎস্না নিশীথ, কোকিলের গীত,
তোমারই রূপের পরিচয়!
বরফাচ্ছাদিত মেরু অঞ্চল,
সাহারা মরুর প্রান্তর,
মহাসিন্ধুর নিরাপদ বলয়ে
নিশ্চিত জগৎ অন্তর৷
আগ্ণেয়গিরি, ঊষর মরুভূমি,
ঝর্ণাধারা, সবুজ বনানী,
জলপ্রপাত, ঝটিকাঘাত,
তব করুণাধন্য অবনী৷
নিত্য তোমার আরতি করে
রবি-শশী-তারা গগনে,
এভাবে তুমি সাজাও প্রকৃতি
তোমার বিরাট মননে৷
- Log in to post comments