লেখক
সুপর্ণা মজুমদার
চিন্ময়ী মায়ের সেদিন তোরা,
জিভ কেটে করলি রক্তস্নান,
বিশ্ব তোদের স্পর্ধা দেখে
হয়েছে বুঝি হতবাক ম্লান!
আজ কেন তবে সেই মায়েরে
বেদীতে বসিয়ে পূজিস তোরা?
লজ্জা শরম সব হারিয়ে
আনন্দে মাতিস হতচ্ছাড়া!
চামুণ্ডারূপে অসুর নিধনে
করেছিল মা রক্ত পান,
বিধি বুঝি উল্টে গেছে
মায়ের রক্তে তোদের স্নান!
আড়ম্বর তোদের পূজোর আসর
করো অসুর আস্ফালন,
জেনে রাখিস যেদিন উঠবে জেগে
মায়ের খড়গে তোদের মরণ৷
বিশ্ব হবে অসুর মুক্ত
সেদিন হবে দীপাবলি,
আলোর মালায় সাজবে ধরা
মানবতার পথে চলি৷
- Log in to post comments