তোমার আবির্ভাব দিনে

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

আঁধারের বুক চিরে তুমি এলে

জাগল রং পূবাকাশে,

তরুশাখে  বিহগ গাহে গীতি

হাসল নদীর জল রঙে রঙে

ফুটল কুসুম পাহাড়ী বনে৷

বাজল সবে আবাহনী তান...

হ’ল আলোক স্নান জীবনে,

নেচে উঠল প্রাণ সর্বত্র,

সঞ্জীবিত হল  এ ধরা

বাড়ল  শোভাতব আগমনে৷

আলোক উজ্জ্বল রথে তুমি এলে

সরে গেল আঁধারি কালো

হ’ল ভাস্বর এ চরাচর,

বিস্তারিলে তুমি প্রাণ,

রঞ্জিত হ’ল ধরা,

হাসলে তুমি আড়ালে, আনমনে৷