তোমার পথের যাত্রী

লেখক
কৌশিক খাটুয়া

তোমারে পাওয়ার অদম্য আশায়

বার বার যাওয়া আসা,

কত না জীবন করে অতিক্রম

মুক্তির উচ্চাশা!

খুঁজেছি তোমারে বাহিরে ভিতরে

অনুরাগে ভালবাসা৷

কত জীব, তরুলতা নিয়ে

ভরে আছে এই রসা৷

জেনে বা না জেনে

চলি তব পানে

বৃহতের আকর্ষণে,

পূরিল বাসনা মনের এষণা

অপূরণীয় যা ছিল মনে৷

সৃষ্টি ধারায় নর দেহ পায়

তোমার লীলার ছন্দে,

অসীমের মাঝে তোমার সত্ত্বা

নাচিছে নবীনানন্দে!

তব পূজা নয় সীমার গণ্ডিতে

বেদি পরে রাখা মূরতি,

নর-নারায়ণের মাঝে দেখেছি

তোমার আনন্দ মূরতি৷

সবাই সেব্য, নিখিল ভুবন

তোমারে সেবিতে

সেবি সে সুজন,

তব সাধনায় সুচি করি মন

তারে অবহেলে

দূরে ছুঁড়ে ফেলে

কেমনে হয় সে আরতি

তোমার পথের যাত্রী আমি

প্রণাম রথের সারথি৷