ঊণিশের আহ্বান

লেখক
জ্যোতিবিকাশ সিন্‌হা

এসো সদা সচেতন বাংলা ভাষী যত নরনারী

আবাল-বৃদ্ধ-বনিতা বাঙলা মায়ের সন্তান

হাতে রাখো হাত, মান-অভিমান ছাড়ি,

ওই শোন, অমর ঊণিশের দৃপ্ত আহ্বান

বাঁচাতে বাঙালীর মর্যাদা, বাংলা ভাষার সম্মান৷

বেইমান, শয়তান, হীনচক্রী হেনেছে আঘাত

বাঙলার বুকে, ঐতিহ্য-সংস্কৃতি দিয়েছে নির্বাসন

ঢাকা-শিলচরে বাঙালীর গর্বিত প্রতিবাদ

পুলিশ-দুর্বৃত্তের গুলিবর্ষণে সঁপেছে জীবন

বাঁচাতে বাঙালীর মর্যাদা, বাংলা ভাষার সম্মান৷

ঢাকার একুশে ফেব্রুয়ারী, শিলচরের ঊণিশে মে

বঙ্গভাষা-সংগ্রামের ইতিহাস মিলে-মিশে একাকার

বাঙালীর কণ্ঠরোধে শাসকের অত্যাচার এসেছে নেমে

তবু থামেনি ওরা, চিরবিপ্লবী, নির্ভয়, দুর্জয়-দুর্নিবার

বাঁচাতে বাঙালীর মর্যাদা, বাংলা ভাষার সম্মান৷

এসো বাংলা ভাষাভাষী ভাই-বোন সব

ডাকে একাদশ শহীদের রক্তে লেখা উজ্জ্বল নিশান

ধর্ম-বর্ণ-জাতের বিভেদ ভুলে প্রতিটি বাঙালী নিই শপথ---

গড়বই বাঙালীজাতির স্বদেশ, শ্রেষ্ঠ বাঙালীস্তান

বাঁচাতে বাঙালীর মর্যাদা, বাংলা ভাষার সম্মান৷