সরকারি নিয়ন্ত্রণে বাংলায় হোক পোস্ত চাষ
১০ই মার্চ,২০২৩ বর্তমান পত্রিকায় প্রকাশিত ‘বাংলায় পোস্তর ব্যবহার সবথেকে বেশী৷ এখানকার চাষীদের পোস্ত চাষ করতে দেওয়া হোক--- আর্জি মুখ্যমন্ত্রীর’’---শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে এই লেখা৷ বাংলার মানুষ, বিশেষতঃ রাঢ় বাংলার মানুষের পোস্ত ছাড়া চলে না৷ রোজকার খাদ্যতালিকা থেকে অনুষ্ঠান বাড়ি৷ সবেতেই পোস্তর অবাধ যাতায়াত৷ কিন্তু অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে রাঢ়ের মানুষ ভুলতে বসেছে তার স্বাদ৷ রাঢ় বাংলার মাটি পোস্ত চাষের অনুকূল৷ যেহেতু কেন্দ্রীয় সরকারের অনুমতি নেই, তাই এরাজ্যে পোস্ত চাষ করা যায় না৷ আবগারি আইনে বাঁধা,এ থেকে মাদক দ্রব্য পাওয়া যায় বলে৷ ভালো কথা, সরকারি নিয়ন্ত্রণে চাষ তো চলতেই পারে৷ যে আইন