ক্যুইজ

 

     ১) প্রসিদ্ধ কোন্‌ বাঙালী ডাক্তার ১লা জুলাই জন্মগ্রহণ করেন?

     ২)  মানবদেহের কোন হাড়টি মাথার সঙ্গে  সম্পর্কযুক্ত?

     ৩)  চীনের মুদ্রাকে কি বলা হয়?

     ৪)  ভারতীয় ফুটবলের জনক কে?

     ৫)  কোন প্রাণী একেবারেই জলপান করতে পারে না?

     ৬)  ‘সত্যমেব জয়তে’---উক্তিটি কোন গ্রন্থ থেকে গৃহীত?

     ৭)  ভারতীয় পতাকায় অশোকচক্র কীসের প্রতীক?

     ৮)  কলকাতায় শহীর মিনার কত সালে স্থাপিত হয়?

     ৯)  আয়ুর্বেদের আবিষ্কারক কে?

     ১০) কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম?

ধাঁধা

(১) একলা তারে যায় না দেখা

           সঙ্গী পেলে বাঁচে

     আঁধার দেখলে ভয়ে পালায়

           আলোয় ফিরে আসে৷

(২) আগাগোড়া বেশি নয়,

           মাঝে বেশি জল

     উচ্চস্থানে ঝুলে থাকে

           কোন্‌ গাছের ফল?

মজার খেলা

নীচের শব্দগুলির প্রত্যেক–টির একটি করে বর্ণ লুপ্ত৷ লুপ্ত বর্ণটি উপযুক্ত স্থানে যোগ করে অর্থবহ শব্দটি সম্পন্ন করতে হবে৷

(১) থ-যা-র   (২) র-উ-থ

(৩) ক-ঐ-হা-তি   (৪) জা-ক-ত-ন

(৫) প-পা-ব-ণ্ড

ক্যুইজের উত্তর

(১) ডাঃ বিধানচন্দ্র রায়, (২) স্কাল৷, (৩) ইয়েন,(৪) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, (৫) কৃষ্ণমৃগ, (৬) মুণ্ডক উপনিষদ, (৭) প্রগতি ও গতিশীলতা, (৮) ১৯২৮ সালে, (৯) আত্রেয়, (১০) ভারতীয় সংবিধান

ধাঁধার উত্তব  (১) ছায়া, (২) ডাব  

মজার খেলার উত্তর (১) রথযাত্রা, (২) উল্টোরথ, (৩) ঐতিহাসিক, (৪) নবজাতক, (৫) পঞ্চপাণ্ডব