বাঙলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে জাগবে পৃথিবী
ভারতের স্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষুদ্ধ মনে জিঙ্গাসা করতে হবে সেই অখণ্ড বাংলার জনবহুল অংশগুলি অসমে, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছিল কেন? সেগুলি কোথায় গেল? সেদিন কংগ্রেসী নেতারা তো বলেছিলেন স্বাধীন হলে বাংলা থেকে কেটে নেয়া অংশগুলি আবার ফিরিয়ে দেওয়া হবে৷ কিন্তু অদ্যাবধি সেগুলি কি ফিরিয়ে দেওয়া হয়েছে? ৭৫ বছর হল কেন্দ্রে একাধিক দলীয় সরকার এসেছে আর রাজ্যেও এসেছে একাধিক সরকার৷ তারা এ ব্যাপারে কি কোন চিন্তা ভাবনা করেছে?