সংবাদ দর্পণ

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার মৌড়ীগ্রাম নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীশ্যামাপদ মণ্ডলের স্ত্রী বিজলী মণ্ডলের মাতৃদেবী শেফালী মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয় গত ২রা মার্চ মৌড়ীগ্রাম বাসভবনে৷ মৃত্যুর সময় শেফালী মণ্ডলের বয়স হয়ছিল ৮৫ বছর৷

অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর ভাবগম্ভীর পরিবেশে শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন মহাব্রত ব্রহ্মচারী৷ ব্রহ্মচারীনি রঞ্জিতা আচার্যা অবধূতিকা আনন্দরসধ্যানা আচার্যা সুব্রত সাহা, বকুলচন্দ্র রায়, সুশান্ত শীল প্রমুখ৷

শ্রীমতী শেফালী মণ্ডল পুরুলিয়া জেলার হুড়ায় তাঁর পৈত্রিক বাসভবনে উপস্থিত থেকে স্থানীয় ৩০জন দুঃস্থ মহিলার হাতে শাড়ী একটি করে মিষ্টির প্যাকেট ও এক বোতল করে জল দেন৷

মহিলা স্বশক্তিকরণের প্রথম ব্যাচের পরীক্ষা সফলভাবে সম্পন্ন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০শে মার্চ ২০২৫, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন অনুমোদিত আনন্দনগর অ্যাপারেলস প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রথম ব্যাচের চূড়ান্ত পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে৷

এই ব্যাচের ৩৬ জন মহিলা প্রশিক্ষণার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ প্রতিটি প্রশিক্ষণার্থীকে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল), তাত্ত্বিক (থিওরি) ও মৌখিক (ভাইভা)এই তিনটি পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে৷

NSDC-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োজিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন কর্তৃক আনুষ্ঠানিক শংসাপত্র প্রদান করা হবে, যা তাঁদের দক্ষতা ও স্বনির্ভরতার পথ সুগম করবে৷ এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নারীদের আত্মনির্ভরশীল করে তোলার প্রয়াস এক নতুন দিগন্ত উন্মোচন করল৷

মোদির শাসনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ঘরে-বাইরে সমালোচিত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ভারতবর্ষকে বলা হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ৷ গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যষ্টি স্বাধীনতা, বাক স্বাধীনতা, নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণ৷ এইগুলি প্রতিটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে৷ কিন্তু মোদির ভারতে এই মৌলিক অধিকারগুলো পদে পদে খর্ব করা হচ্ছে৷ এই নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার৷

সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষার প্রতিবেদনে ভারতকে স্বৈরতন্ত্রের পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ সুইডিশ ইনস্টিটিউট ভি-ডেম (ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি)-এর সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে ভারতে নির্বাচন হওয়া সত্ত্বেও ভারত এখন স্বৈরাতান্ত্রিক পর্যায়ে রয়েছে৷ দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলেও ব্যষ্টি স্বাধীনতা, আইনের শাসন ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এই সমীক্ষার প্রতিবেদন অনুসারে উদার নৈতিক গণতন্ত্রের সূচকে ১৭৯টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০ নম্বরে৷ ভারত এত পিছিয়ে থাকার কারণ বলা হয়েছে নির্বাচনে নিরপেক্ষতা, ব্যষ্টিগত স্বাধীনতা ও সংখ্যা লঘুদের অধিকার ক্ষুণ্ণ্ হচ্ছে৷ নির্বাচনী গণতন্ত্রে ভারত আরও কয়েক ধাপ নীচে নেমে ১০৫ নম্বর স্থানে হয়েছে৷ এক্ষেত্রে সূচকের মান ধরা হয়েছে---মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচনে স্বচ্ছতা, সংঘটনের অধিকার বিষয়গুলি, এই সব বিষয়ে ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে৷

ভারতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ্ হওয়ার আরও যে সব কারণ রয়েছে সেগুলি হল---মত প্রকাশ, সংবাদ মাধ্যম, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, নির্বাচনে স্বচ্ছতা নিরপেক্ষতা অভাবে ভারত পিছিয়ে পড়েছে৷ ভারতীয় সমাজে যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় ক্ষমতা ও সম্পদের বন্টনেও বৈষম্য রয়েছে৷ ওই সমীক্ষার সূচকে ভারতের স্থান ১৩৪তম স্থানে৷ সমীক্ষায় পূর্ব ইয়ূরোপের কোন কোন দেশেও স্বৈরাচারী প্রবণতা বাড়ার ইঙ্গিত মিলেছে৷

কয়েকদিন আগে বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করায় গুজরাট সরকারের কঠোর সমালোচনা করে শীর্ষ আদালত৷ কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গাড়ির একটি পোষ্টের বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করে গুজরাত পুলিশ৷ শীর্ষ আদালতের দারস্থ হন ইমরান৷ শীর্ষ আদালত গুজরাত পুলিশকে তীব্র সমালোচনা করে এফ আই আর খারিজ করে দেয়৷ শীর্ষ আদালত জানিয়ে দেয় বাক স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ইচ্ছে মত কারো কন্ঠ রোধ করা যায় না৷ মতপ্রকাশের অধিকার সভ্য ও সুস্থ সমাজের অঙ্গ--- এছাড়া নিশ্চিন্ত ও মর্যাদাপূর্ণ জীবন যাপন সম্ভব নয়৷

সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এ.এস. ওকা ও উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানায়--- স্বাধীনতার পর ৭৫ বছরের বেশী সময় পার হয়ে গেল এখন আমরা আমাদের মৌলিক নীতির প্রতি দুর্বল হতে পারি না৷ সাংবিধানিক অধিকার রক্ষার ভার আদালত ও পুলিশের৷ এই অধিকারের মধ্যে বাক্‌স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ৷ বিভিন্ন কথা বা লেখা আমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু সাংবিধানিক অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য৷ মোদি জমানায় বাকস্বাধীনতায় লাগাম বিরোধী কন্ঠরোধ নিয়ে শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও সমালোচিত হচ্ছে৷

চিৎমুতে অষ্টাদশতম বাৎসরিক নাম-সংকীর্ত্তনের মহোৎসব সম্পন্ন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮-৯ মার্চ ২০২৫, চিৎমু আনন্দমার্গ সেন্ট্রাল জাগৃতিতে আয়োজিত হলো বাৎসরিক অষ্টাদশতম ২৪-ঘণ্টার অখণ্ড ’বাবা নাম কেবলম নাম-সংকীর্তন৷ এ মহতী আয়োজনে প্রভাত সঙ্গীত, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণসেবার মতো পবিত্র কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল৷

আনন্দনগরের অন্যতম বৃহৎ এই নাম-সংকীর্তনে যোগ দিতে দূর-দূরান্ত থেকে স্থানীয় ভক্ত বাসিন্দারা, যারা দূরস্থলে কর্মরত, তারা কর্মস্থল থেকে ছুটি নিয়ে আসেন৷ স্থানীয় কন্যারা, যাদের বিবাহ দূরস্থ স্থানে হয়েছে, তারা শ্বশুরবাড়ি থেকে এসে নাম-সংকীর্তনে অংশগ্রহণ করেন৷ এ মহতী অনুষ্ঠান কেবল ভক্তির আবহই সৃষ্টি করেনি, বরং পারস্পরিক মিলন ও সৌহার্দ্যের এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছে, যেখানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ ধরা দিয়েছে৷ এক কথায়, এ কীর্তন পরিণত হয়েছে এক মহামিলনোৎসবে৷

নামকরণ ও অন্নপ্রাশন উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৭ই মার্চ ২০২৫, চিৎমু নিবাসী শ্রী নিত্যানন্দ গরাঞ ও শ্রীমতী সবিতা গরাঞ-এর একমাত্র পুত্র তাপস গরাঞ ও পুত্রবধূ সিউটি গরাঞ-এর প্রথম পুত্রসন্তানের নামকরণ ও অন্নপ্রাশন উৎসব তাঁদের নিজ বাসভবনে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধান অনুসারে পরিপূর্ণ ভাবগাম্ভীর্য্যে সম্পন্ন হয়৷ এই শুভ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়৷ নবজাতকের নামকরণ করা হয় ‘শুভ্রদীপ’, যার অর্থ শুভ্র আলোর দীপশিখা এক পবিত্র ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক৷

নদীয়া জেলায় ব্লক লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৫শোর্ধ সদস্যা সদস্যের উপস্থিতিতে ২২শে মার্চ ২০২৫ শনিবার বেলা ১০টা থেকে সারাদিন ব্যাপী চাকদহ ব্লকের সেমিনার অনুষ্ঠিত হলো শিমুরালী আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে ভূক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস জেলা শিক্ষা সচিব শ্রী অনিলবিশ্বাস সহ নদীয়া ভুক্তি কমিটির অনেকেই উপস্থিত ছিলেন৷ প্রশিক্ষক ছিলেন কৃষ্ণনগর ডিট এস --এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা ও বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস৷ সমগ্র সেমিনারটি পরিচালনা করেন নদীয়া ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ সেমিনার অর্গানাইজার ছিলেন ডাঃ বিবেকজ্যোতি সরকার ও শ্রীমতী কাজল সরকার৷

মার্গ বিধিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১লা মার্চ’’২৫ চিৎমু নিবাসী শ্রীমতী মালতি গরাঞ আমাদের ত্যাগ করে অজানার দেশে পাড়ি দিয়েছেন৷ ১০ই মার্চ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আনন্দমার্গে চর‌্যাচর‌্য বিধানুযায়ী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে তিন ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান,স্বাধ্যায় শেষে আনন্দমার্গ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করা হয়৷

ডিমডিহায় যোগ সাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৫-১৬ মার্চ ২০২৫, আনন্দনগরের ‘বি’ ডিট লেভেলের যোগ সাধনা শিবির ডিমডিহা আনন্দমার্গ জাগৃতি ভবনে অনুষ্ঠিত হয়৷ শনিবার, শিবিরার্থী মার্গীরা সেখানে সমবেত হন, গভীর সাধনা ও আত্মশুদ্ধির পরিবেশে নিজেদের নিমগ্ণ করেন৷ সাধনানুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ষোড়শ বিধির শুদ্ধ পালনের গুরুত্ব, যা প্রতিটি অংশগ্রহণকারীর জীবনে অন্তর্নিহিত নীতি ও শৃঙ্খলার স্পষ্টতা আনয়ন করে৷ সারা শিবির জুড়ে ছিল একাগ্রতা, আত্মশুদ্ধি ও আদর্শানুগতার এক অনন্য সমাহার৷

৮ই মার্চ গার্লস প্রাউটিষ্ট পক্ষ থেকে পালিত হল- ‘বিশ্ব নারীদিবস’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৮ই মার্চ ২০২৫ শনিবার কৃষ্ণনগর ডিট এস --- এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা আনন্দ শিবধ্যানা আচার্যার উদ্যোগে নদীয়া জেলা গার্লসপ্রাউটিষ্ট এর পক্ষ থেকে শতাধিক সদস্যার উপস্থিতিতে বিশ্ব নারীদিবস উদযাপন করা হয়৷ ওই দিন বেলা ৩টের সময় একটি সুসজ্জিত মিছিল কৃষ্ণনগর মোমিন পার্ক থেকে যাত্রা শুরু করে স্বর্ণময়ী পুকুর রোড হয়ে কৃষ্ণনগরের জনবহুল পথ ধরে জজোর্ট, পোষ্টফিস মোড়, কোতোয়ালী থানা হয়ে পোষ্টফিস মোড়ে ফিরে আসে৷ জজকোর্ট মোড়,পোষ্টফিস মোড়ে দুটি পথসভা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন---ডিটি এস---এল কৃষ্ণনগর অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা, আনন্দমার্গ উনিভার্সাল রিলিফ টিমের সেক্টোরিয়াল সেক্রেটারী (দিল্লি সেক্টর) অবধূতিকা আনন্দ রসপ্রভা আচার্যা, গার্লস প্রাউটিষ্ট এর পক্ষে শ্রীমতী তৃপ্তি বিশ্বাস, আনন্দমার্গ উইমেন্স ওয়েল ফেয়ার ডিপার্টমেন্ট নদীয়া জেলা সচিব শ্রীমতী কাজল সরকার ও আনন্দমার্গ গার্স ভলান্টিয়ারের নদীয়া জেলার সচিব শ্রীমতী তনুকা সরকার প্রমুখ৷ তাঁদের বক্তব্যে মুলতঃ বার বার উঠে আসছিলো---সমাজের সর্বস্তরেই পুরুষের সাথে নারীদেরও সমান অধিকারের কথা, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা নিরাপত্তার সুব্যবস্থার কথা, পণপ্রথার মত অপমানজনক অবস্থার বিলোপ সাধন সহ সমস্ত রকম কুসংস্কার থেকে বেরিয়ে এসে মুক্ত আলোকে আলোকিত করতে বিশ্বের সমস্ত নারীকে এগিয়ে আসতে হবে দ্রুত পদবিক্ষেপে৷ স্বেচ্ছাচারিতামুক্ত স্বাধীনতা চাই, চাই আধ্যাত্মিক অনুশীলনের স্বাধীনতা, নবমানবতাবাদী শিক্ষার আলোকে উজ্জ্বল জীবনে পৌঁছে যাবার সংকেত৷ বহূ মানুষ বক্তাদের বক্তব্যে আকৃষ্ঠ হয়ে বক্তব্য শোণেন৷

শিশুর নামকরণ ও অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩০শে মার্চ ২০২৫, চিৎমু নিবাসী শ্রী বিকাশ গরাঞ ও শ্রীমতী কলাবতীর জ্যেষ্ঠ পুত্র শ্রী গগণ গরাঞ ও শ্রীমতী দীপিকা দেবীর কনিষ্ঠ পুত্র সন্তানের শুভ নামকরণ ও অন্নপ্রাশন আনন্দমার্গ চর্যাচর্য বিধান অনুসারে পরম উৎসাহে অনুষ্ঠিত হয়৷

এই মহতী অনুষ্ঠান উপলক্ষে ছয় ঘণ্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম নাম-সংকীর্তন, সমবেত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়৷ সকলের সম্মিলিত শুভেচ্ছা ও আশীর্বাদের মধ্য দিয়ে নবাগত শিশুর নামকরণ করা হয় রাজদীপ৷