আহ্বান

লেখক
কৌশিক খাটুয়া

শান্তি মানুষের জন্মগত অধিকার৷

সে অধিকার কেড়ে নেয় যারা

কর তার প্রতিকার৷

যেখানে বাঁচার মতো আলো নাই,

ক্ষুণ্ণি নিবৃত্তির খাদ্য নাই,

নাই প্রকৃতির নির্মল জল ও বাতাস,

প্রতিপদে সাড়া পাই

নিপীড়িত মানুষের হতাশার দীর্ঘশ্বাস৷

সেই চির আঁধারের নিষ্প্রাণ রাজ্যে

নাইবো থাকলো কাঙ্খিত জাগতিক বৈভব,

সে রাজ্যে আসুক সভ্যতার আলো,

বন্ধ হোক মহাজনী বৃত্তি,

দারিদ্র্যের নির্মম পরিণতি,

স্তব্ধ হোক সকল পরাভব৷

চাই ফসল ফলাবার জমি,

উন্মুক্ত আকাশের নীচে শান্তির কুটির৷

চাই নির্মল বাতাস,

প্রচণ্ড ক্লান্তির মাঝে সুশীতল তৃষ্ণার নীর৷

বন্ধ হোক ধবংসাত্মক নন্দন বিকৃতি,

চাই শিক্ষা-দীক্ষা, কৃষ্টি, সংসৃকতি৷

এ দাবি ধবনিত হোক

দুনিয়ার নীতি-বাদীদের স্লোগানে,

এ বার্র্ত বাহিত হোক

আমাদের মুষ্ঠিবদ্ধ হস্তের গৈরিক নিশানে৷