লেখক
কৌশিক খাটুয়া
অজানা পথিক দাঁড়াও ক্ষনিক
কোথা তুমি যাও চলে,
অসীমের মাঝে কোথায় আলয়
দাও মোরে দাও বলে৷
কোথা থেকে আসো, কোথা তুমি যাও
সারাটা দিন কি করে বেড়াও,
নিখিল বিশ্ব নাচিয়া চলে তোমার চরণ তলে৷
সীমার মধ্যে ধরা নাহি দিলে
অসীমের মাঝে কোথায় হারালে,
তুমি কাছে এসো আলো করে বসো
আমার হৃদকমলে,
সৃষ্টি তোমার নিত্য চালিত
তোমার লীলার ছলে৷
তোমাকে পাওয়ার অদম্য আশায়
বার বার যাওয়া আসা,
খুঁজেছি তোমারে ভিতরে বাহিরে
অনুরাগে ভালবাসা৷
তব পূজা নয় সীমা-গণ্ডিতে
বেদিতে বসানো মূরতি,
নরনারায়ণের মধ্যে
হাসিছে তোমার আনন্দমূরতি৷
তোমারে সেবিতে সেবি দুঃখী জন,
সেবনীয় তারা, প্রিয় সে সুজন,
তারে অবহেলে দূরে ছুঁড়ে ফেলে
কেমনে হয় সে আরতি!
বিশ্ব-রথের আরোহী আমরা,
তুমি সে রথের সারথী৷
পরমলক্ষ্যে যাত্রা পথে
নাই যতি, নাই বিরতি৷
- Log in to post comments