আলোর দেবতা

লেখক
কৌশিক খাটুয়া

মম দৃষ্টিতে সবাই সমান

 কেহ নয় অভাজন,

সবাই আমার পরমাত্মীয়

 বন্ধু ও পরিজন৷

 

একই ধরায় জীবন মরণ

কান্না-হাসি সাদরে বরণ,

কেহ দূর নয় কেহ পর নয়

নাই কোনো বিভাজন৷

 

জ্যোতির্ময়ের জ্যোতিরালোকে

রবিও আহ্লাদিত,

রবির জ্যোতিতে শশীর উচ্ছ্বাস

জ্যোৎস্নায় ধরা প্লাবিত৷

 

মিটিমিটি করে তারারা আকাশে

জোনাকির আলো বনে,

আলোর দেবতা মগ্ণ রয়েছে

আলোর বিচ্ছুরণে৷

 

অসীম আধারে রয়েছি সবাই

কোনো কিছু কারো হারাবার নাই,

আপন সবাই প্রিয় বোন-ভাই

হাতে হাত ধরে এগিয়ে যাই৷

 

সজীব নির্জীব সবাই আশ্রিত

ঐক্যবদ্ধ, তাই নয় ভীত,

প্রীতি বন্ধনে সবে আবদ্ধ

তাই সৃষ্টিকর্তা প্রীত৷

 

সবার মধ্যে তাঁহার প্রকাশ

নানারূপে নানা সাজে,

সব সাফল্যের নেপথ্যে সে জন

রয়ে গেছে শত কাজে৷

 

এসেছে আজিকে আলোর দেবতা

নিয়ে এসেছে সে আলোর বারতা,

লীলার ছন্দে পরমানন্দে

বিরাজে হৃদয় মাঝে৷

 

গহন কৃষ্ণ বিভাবরী শেষে

আলো ঝলমলে ভোর,

হৃদাকাশ মোর আলোকিত করে

খুলিয়া হৃদয় দোর৷

 

কুসুম কাননে ভ্রমর গুঞ্জরণে

নদী কলতানে পাখীর কুজনে

জগৎ কর্মমূখর৷

নয়ন মেলিয়া দেখ চারিধার

প্রতীক্ষারত সোনালী ভোর৷