আমার দুর্গা

লেখক
কৌশিক খাটুয়া

দুর্গার বোনাস ষাট হাজার টাকা

মাটি-বাঁশ-খড়ে-গড়া,

রক্ত-মাংসে গড়া দূর্র্গ আমার

ছিন্ন বসন পরা!

 

মাটির দূর্গা তিনটি তিথি

থাকে মোদের পাশে,

সুখ-দুঃখ নিয়ে আমার দূর্র্গ

দেখি বারো মাসে৷

 

মাটির দূর্র্গ রত্ন-শোভিত

জনতার সমাবেশে,

আদিখ্যেতার বহর দেখে

প্রাণের দূর্গা হাসে৷

 

কার দূর্গা কত বড়

উদ্যোক্তাদের বড়াই,

সন্তান কোলে দূর্গা আমার

চালায় বাঁচার লড়াই৷

 

ঢাক পিটিয়ে ঘন্টা নেড়ে

পুরোহিতের নাচ,

কার মঙ্গল লুকিয়ে আছে

করেছি আন্দাজ৷

 

উদ্যোক্তারা পায়না খুঁজে

দূর্গা কোথায় আছে,

নজর থাকলে দেখতে পাবে

তোমার বাড়ির কাছে৷

 

আমার দূর্গা অনটনে

হারায় বাঁচার ছন্দ,

রসে বসে বাঙালী মজে

নজরটা তার অন্ধ!

 

আন্তর্জাতিক স্বীকৃতি লভিয়া

গুণীদের কন্ঠ মুক্ত,

‘শ্রী’-যুক্ত প্রকল্পে হোক

‘হতশ্রী’ অন্তর্ভুক্ত৷