আপ্তবাক্য

‘‘মানসিক সাম্যাবস্থাকেই শান্তি বলে৷ সুতরাং দেখতে হবে কী কী কারণে মানসিক সাম্য আসে, কী কী কারণে তা বিদূরিত হয়৷ আর আধ্যাত্মিক সাধনা মানসিক সাম্যাবস্থা আনে ও কুসংস্কারে বিশ্বাস এই সাম্যাবস্থাকে নষ্ট করে দেয়৷ তাই মানসিক শান্তি আনয়নের জন্যে প্রয়োজন একাধারে আধ্যাত্মিক সাধনার অনুশীলন ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম৷’’

‘‘ধর্মীয় ক্ষেত্রে স্বর্গ-নরকের বিশ্বাস, দেব-দেবীর প্রতি ভীতি মানুষের মনকে অবদমিত করে রাখে ও  মনের শান্তি নষ্ট করে৷ প্রায়ই এই সব কুসংস্কার জনিত ভীতি মানুষের মনে অবাঞ্ছিত প্রতিক্রিয়া সৃষ্টি করে ও তার মানসিক শান্তি নষ্ট করে৷ আনন্দমার্গে আধ্যাত্মিক সাধনা  সম্পূর্ণতঃ যুক্তির ওপর প্রতিষ্ঠিত৷ আনন্দমার্গের সুশৃঙ্খল ও বিজ্ঞানভিত্তিক সাধনা পদ্ধতিতে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কোন স্থান নেই৷’’       

---শ্রীপ্রভাতরঞ্জন সরকার