আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘...গরীবের পেটে জ্বালা না থাকলে ধনীর  বিলাসের উপকরণ জুটৰে কি করে? গরীবের মেয়েরা চিরকাল গোবর কুড়িয়ে বেড়াক আর তাদের ছেলেরা পুরুষানুক্রমে ধনীর গৃহে চাকরের কাজ করুক এই ব্যবস্থাটাই বেশ ভাল না! গরীবের উচ্চাশা! ছি-ছি-ছি---সেটা একটা দুরাশা!

পৃথিবীর কোন দুটো জিনিস সমান নয়৷ তাই সব কিছুকে এক ছাঁচে ঢেলে সাজানোর কথা আমি বলছি না৷ তবু মানবতার খাতিরে, সুবিচারের খাতিরে বিশ্বের সম্পদ সকল মানুষের মধ্যেই সমভাবে বন্টিত হওয়া দরকার আর জাগতিক সম্পদের সমান মালিকানা পাওয়া প্রতিটি মানুষের জন্মসিদ্ধ অধিকার৷’’

   -শ্রীপ্রভাতরঞ্জন সরকার (কঃপ্রাঃ-১ম খণ্ড)