‘আমরা চাই এ বিশ্বে যুক্তির রাজত্ব প্রতিষ্ঠিত হোক৷ মানব সমাজ এক ও অবিভাজ্য তবে আপাতঃদৃষ্টিতে সেখানে বৈচিত্র থাকতে পারে কিন্তু বস্তুতঃ সেখানে রয়েছে ফল্গুধারার মত এক সামরস্য৷ যেমন মধ্যপ্রাচ্যে মুসলমান, ইহুদী, খ্রীষ্টান, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সবই রয়েছে কিন্তু তারা মূলতঃ একই মহান মানবজাতির গৌরবান্বিত সদস্য---একই মহিমান্বিত বিশ্বপিতার সন্তান৷ আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন এই তত্ত্বে বিশ্বাসী৷ একমাত্র ভাবজড়তার প্রভাবেই মানুষ বৈষম্যমূলক চিন্তাকে প্রশ্রয় দিয়ে থাকে৷ পৃথিবীতে একটিমাত্র আদর্শ রয়েছে যা সর্বাত্মক ও সর্বানুসূ্যত আর তা হচ্ছে এই আনন্দমার্গ৷
সমস্যা ও সমাধান উভয়ই আমাদের কাছে স্পষ্ট৷ এখন বিশ্বের কোণে কোণে আনন্দমার্গের এই বাণীকে পৌঁছে দেওয়া আমাদের অবশ্য কর্তব্য৷ আজকে সর্বত্রই আমাদের অনুকূল হওয়া বইছে৷ জীব-জগতের অস্থি-মজ্জা, অণু-পরমাণুর কাছে এই আনন্দমার্গের মহান বাণীকে যথা সত্বর পৌঁছে দিতে হবে৷’’
–শ্রীপ্রভাতরঞ্জন (কঃপ্রাঃ১২খণ্ড)
- Log in to post comments