যখন মানসিক বিকাশ ও আধ্যাত্মিক বিকাশ এই দুইয়ের কোনো একটির চেয়ে জড়শক্তির গতি বেশী হয় তখন সমাজ চরম নিষ্পেষণের কবলে পড়ে৷ যার একটি উদাহরণ কম্যুনিজম৷ আবার যখন আধ্যাত্মিকতার চেয়ে মানসিক বিকাশের গতি বেড়ে যায় তখন ৰুদ্ধিবৃত্তির কোনো অবলম্বনই থাকে না৷ উদাহরণস্বরূপ পৌরাণিক যুগে যদিও কিছুটা ৰৌদ্ধিক বিকাশ ছিল কিন্তু সমাজ ভাবজড়তায় দীর্ণবিদীর্ণ ছিল৷ তাই যখন মুসলিম শক্তি ভারত আক্রমণ করল, তা ঠিকমত প্রতিহত করা সম্ভব হল না৷
পৃথিবী দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷ মানসিক বিকাশও তেমনি দ্রুততর হয়েছে৷ এটা ৰুঝে তোমাদের কর্তব্য সম্পাদনের দ্রুতিও বাড়িয়ে দাও৷ আর নিজেরা এই পরিবর্ত্তিত দ্রুতির সঙ্গে উপযুক্ত সঙ্গতিবিধান করে চল৷ সর্বক্ষেত্রেই মানবীয় মনস্তত্ত্ব পরিচালিত হবে স্থিরৰুদ্ধি ও বিচারশীলতা দ্বারা৷ বিশ্ব চলবে মানবিকতার বিধানে৷ –শ্রীপ্রভাতরঞ্জন সরকার
(কঃপ্রাঃ ১৭ খণ্ড)
- Log in to post comments