May 2017

পেপারলেস অফিস

ধীরে ধীরে সমস্ত সরকারি দফতরে কাগজের ফাইলের ব্যবস্থা বন্ধ হতে চলেছে৷ তার স্থলে কম্প্যুটারের মাধ্যমে সমস্ত তথ্য সংরক্ষণ করা হবে ৷ রাজ্য সরকারের তরফে তার জন্য প্রশিক্ষণের কাজ চলছে৷ এতে উই আরঁ ইঁদুরের নথিপত্র নষ্ট করার সম্ভাবনা থাকবে না৷ এতে দ্রুত বেতন, পেনশন প্রভৃতি পাওয়ার ব্যাপারে খুবই সুবিধা হবে৷

থ্যালাসেমিয়া সচেতনতা পদযাত্রা

৮ই মে থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া গারজিয়ান এসোসিয়েসনের  পক্ষ থেকে গত ৭ই মে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের  নীচ থেকে শতাব্দী প্রাচীন ওরিয়েন্টাল সেমিনারী বিদ্যালয় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়৷

পদযাত্রায় মেডিক্যাল ব্যাঙ্ক ভয়েস অফ ওয়ার্ল্ড নিখিল ভারত নারী সম্মেলনে , সংবেদন ইত্যাদি বিভিন্ন গণসংঘটনের  বহুকর্মী,থ্যালাসেমিয়া রোগী, অভিভাবক ও চিকিৎসক ওই পদযাত্রায় অংশ গ্রহণ করেন৷

অনুষ্ঠানে অনুপ্রেরনা দান করার জন্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয়৷

রাণাঘাটে আনন্দমার্গের ধর্মসম্মেলন

গত ৫ই মে রাণাঘাটের সাধুর বাগান এলাকায় ডা: নির্মল মিস্ত্রির বাসভবনের সামনে এক ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়৷ এই ধর্ম সম্মেলনে উপস্থিত ছিলেন শিমুরালি আনন্দমার্গ সুকলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দবিভূকণা আচর্যা, নবরায় নগরের আনন্দমার্গ সুকলের অধ্যক্ষা ব্রহ্মচারিনী জয়তি আচার্যা, অবধূতিকা আনন্দর রসপ্রজ্ঞা আচর্যা, আনন্দ নবদ্বীপ মাষ্টার ইয়ুনিটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আচার্য জগদীশানন্দ অবস্থিত, তালদি আনন্দমার্গ মাষ্টার ইয়ুনিটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আচর্য জয়েশানন্দ অবধূত,আচার্য প্রদীপদেব, শ্রীমতী মনীষাদেব প্রমুখ৷

আনন্দমার্গী হত্যার প্রতিবাদে হিউম্যান রাইটস্ সংস্থা

নিজস্ব সংবাদদাতা,কোলকাতাঃ- ১৯৮২ সনের ৩০শে এপ্রিল কোলকাতার বিজন সেতু এলাকায় ও ব্যান্ডেল গেটে আনন্দমার্গের ১৭জন সন্ন্যাসী সন্যাসিনীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরব হলেন ইন্টারন্যাশানাল হিউম্যান রাইটস বাস্তবায়ন সংস্থা৷ সংগঠনের সম্পাদক বিমল কুমার মন্ডল বলেন, এই হত্যাকান্ড দেখিয়েছিল বামশাসনে কিরূপ অত্যাচার সংঘটিত হয়েছিল৷ শীঘ্র এর বিচার হউক৷ ভারতীয় মানবধিকার পার্টির সম্পাদক সমীরভূষণ চক্রবর্ত্তী বলেন---‘‘সরকার শীঘই এই নৃশংস ঘটনার বিচার করুক৷ এই ঘটনা বিরলতম ঘটনা৷’’

সেমিনার

গত ৭ই মে রবিবার হুগলী জেলার শ্রীরামপুরের আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে ডিট্ লেবেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ স্থানীয় আনন্দমার্গী ভাইবোনেরা ব্যাপক সংখ্যায় এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য সুবিকাশানন্দ অবধূত ও তাঁকে সহায়তা করেন আচার্য কৃষ্ণপ্রসন্নানন্দ অবধূত৷ সেমিনার উপলক্ষ্যে স্থানীয় আনন্দমার্গীদের মধ্যে যথেষ্ট উৎসাহ, উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন জ্যোতিবিকাশ সিন্হা, অভিরাম বাগ ও শম্ভুনাথ গুঁই প্রমুখ৷ সেমিনারের দিন একজন আনন্দমার্গের সাধনা পদ্ধতিতে দীক্ষা গ্রহণ করেন৷

মাধ্যমিকের ফল ২৪মে থেকে ৩০মে’র মধ্যে

মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা ২৪শে মে থেকে ৩০শে মের মধ্যে৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন৷ শ্রী গঙ্গোপাধ্যায় বলেন, গুজবে কান দেবেন না, ফল প্রকাশের নির্দিষ্ট দিন উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে৷

কবি বিদ্যাপতির সঙ্গে কবি চণ্ডীদাসের সাক্ষাৎকার

তোমরা জান এমন কিছু কিছু জায়গা পৃথিবীতে রয়েছে যেখানে এককালে কোন বিশেষ মহান পুরুষ বাস করতেন অথবা যেখানে একাধিক মহাপুরুষের অবস্থিতি ছিল, যেখানে আজও লোকেরা শ্রদ্ধা নিবেদন করতে যান৷ যেমন ধরো মুঙ্গের শহরের কষ্টহারিণী ঘাটে মিথিলার নামজাদা কবি বিদ্যাপতির সঙ্গে বাঙলার নামজাদা কবি চণ্ডীদাসের সাক্ষাৎকার হয়েছিল৷ সেই কষ্টহারিণী ঘাটটি আজ যে কেবল ধর্মপিপাসু মানুষেরই তীর্থক্ষেত্র তাই নয়,

সৃষ্টি করে’ বিশ্বটাকে

সাক্ষীগোপাল দেব

সৃষ্টি করে’ বিশ্বটাকে

     রইলে সবার অলখে

সৃষ্টি স্থিতি প্রলয় খেলা

     করছ তুমি পলকে৷৷

সাজিয়ে দিলে আলোক মেলায়

     মাতছো কত রঙের খেলায়

করছো লীলা সবার সাথে

     উঠছো চিতে ঝলকে৷৷

তোমার লীলায় তুমি হারা

     নেইকো কিছুই তুমি ছাড়া

সৃষ্টি থেকেই খঁুজছো তুমি

     সৃষ্টিছাড়া তোমাকে৷৷

গ্রীষ্মের দিনে

শিবরাম চক্রবর্ত্তী

গ্রীষ্মের দিনে সর্দি গর্মি

আর পেটের রোগে

অসাবধানে এই বাঙলার

বাঙালীরা ভোগে ৷

     বারে বারে লোড সেড আর

     অধিক কাজের ফলে,

     গরম সবারে জাপটে ধরে

     ভাসায় চোখের জলে৷

জলঘাটতির দুর্বলতায়

প্রাণ আই-ঠাই করে,

নেবু-নুন-জল একটু খেলে

আনন্দে মন ভরে৷

     ঢিলে ঢোলা সুতির পোষাক

     আর রোদে চাই ছাতা,

     খাওয়ার পাতে আম ডাল সাথে

     (টক) দই চাই বাড়ীর পাতা৷

গরম পড়ার সাথে সাথে

হালকা খাওয়া চাই,

ঠাণ্ডা জলে ভাল করে---

দুবার যেন নাই৷