November 2018

মোদী সরকারের সেমিফাইন্যাল

৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে নবেম্বর ও ডিসেম্বরে৷ ঠিক তার পরেই অর্থাৎ ২০১৯-এই লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদি সরকারের ভাগ্যপরীক্ষা৷ নবেম্বর-ডিসেম্বরে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কী হবে তাতে কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মিলবে৷ তাই বিজেপি ও বিরোধী পক্ষ --- উভয়ের কাছে এই বিধানসভা নির্বাচনগুলির বাড়তি গুরত্ব রয়েছে৷ এখন থেকে দু-পক্ষ মরিয়া হয়ে যুদ্ধজয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে৷

বিরোধীতাদের কাছে বড়ো হাতিয়ার --- (১) পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যা সব রেকর্ড ছাপিয়ে গেছে৷

(২) ডলারের বিনিময়ে টাকার দামের পতন সর্বকালীন রেকর্ড ছাপিয়েছে৷

মহাপ্রয়াণ

জ্যোতিবিকাশ সিন্হা

একুশে অক্টোবর ১৯৯০---তোমার মহাপ্রয়াণ৷

চোখে অবিরাম অশ্রুধারা, অব্যক্ত যন্ত্রণায় দগ্ধ পরাণ৷

স্তব্ধ বৃক্ষলতা, মূক পশুপাখী, চঞ্চল শিশু সহসা গম্ভীর

আকাশে বাতাসে বিষাদের বাঁশী উত্তাল অম্বুধি হ’ল ধীরস্থির

অনিন্দ্য সুন্দর পার্থিব দেহ পঞ্চভূতে হয়েছে বিলীন

ভূবন-ভোলানো তোমার মধুর হাসি স্মৃতিপটে চির অমলিন

কাঁদায়ে সকলে তুমি চলে গেলে, ‘অজানা পথিক’ কোন্ সে অচিনপুরে

নোতুন পৃথিবী গড়ার আশ্বাস সদা-প্রোজ্জ্বল সমগ্র চরাচরে

হৃদয়তন্ত্রীতে সততঃ শুণি তোমার সুরের ঝঙ্কার

মহাবিশ্বে মন্দ্রিত অব্যয় অমৃত প্রণব-ওঁঙ্কার

অদ্ভুত আবর্জনা

আচার্য হরাত্মানন্দ অবধূত

রাশিয়ায় ব্যষ্টিগত আশা-আকাঙ্ক্ষার চিতা তখন জ্বলছে

শ্মশানে পা রেখে রবীন্দ্রনাথ তাঁর মুখাগ্ণিটা দেখলেন

আমরা অনেকেই ভাবলাম

এ অর্থনীতিতে সমষ্টিই তো সব কিছু

ব্যষ্টিগত ব্যথা-বেদনা নিয়ে ভাববো কেন?

রবীন্দ্রনাথের দর্শনটা বুর্জোয়া বুর্জোয়া যেন৷

উত্তর আমেরিকা যাবার জন্যে বসে আছি মস্কোর বিমান বন্দরে

আবর্জনার পাত্রটা উপচে পড়ছে আবর্জনায়

গারবেজ ম্যান পাশে এসে বসল, বলল---

প্লিজ, নালিশ করবেন না যেন

এটাই মার্কসসিজম্

দে প্রিটেণ্ড টু ...

     এ্যাণ্ড উই প্রিটেণ্ড টু ওয়ার্ক

     অথবা

সুখে দুখে ধরি বুকে

শিবরাম চক্রবর্তী

তোমার লাগি আমার জীবন

     করেছি সমর্পণ

ঝড়-ঝঞ্ঝা আঁধার রাতে

     ভয় করিনা এখন৷

জীবন তরী বাইতে হবে

     এ তো আমার জানা

সুখ দুঃখ সাথী করে

     তোমায় ভুলবো না না৷

হতাশা যখন মনে আসে

     একটু তোমার ছোঁয়া

ভালবেসে দিলে আমায়

     জীবন হয় যে ধোয়া৷

আনন্দের মূর্ত্তিতে তুমি

     যেই দাও বরাভয়

তারই ধ্যানে চিত্ত আমার

     হয় আনন্দময়৷

গাছ আমাদের প্রাণ

দেবীকা পাল

বাড়ছে তাপ, গলছে বরফ,

গাছ লাগালে বাঁচবে জগৎ৷

গাছ লাগালেই হবে না ভাই

গাছ বাঁচানো চাই৷

এ জগতে গাছের কোনও

বিকল্প যে নাই৷

তাই তো বলি গাছ কেটো না

গাছকে রাখো ধরে

নাহলে ভাই লক্ষ্মী সোণা

বাঁচবে কেমন করে৷

সমর্পণ

প্রণবকান্তি দাশগুপ্ত

বার বার কেন হাত পাতো এসে

কি দেব তোমারে বলনা?

সবই তো তোমার তবু কেন করো

কাঙালপনার ছলনা?

রসে ভরা ফল, সুগন্ধি ফুল

সবুজ শস্যক্ষেত্র,

আকাশ-বাতাস যেদিকে তাকাই

ফেরাতে পারি না নেত্র৷

তোমার আলোয় আলোকিত ওই

চন্দ্র সূর্য গ্রহরা,

সারারাত ধরে কত শত তারা

দেয় যে আলোর মহড়া৷

সাগরের ঢেউ ওঠে আর নাবে

তোমার চরণ ধরতে,

পাহাড়ের চূড়া তোমারেই খোঁজে

চাহে না থাকিতে মর্ত্তে৷

গ্রহে গ্রহে আরো কত দেশ আছে

কি বিচিত্র সৃষ্টি---

তবে কেন আজ হে রাজাধিরাজ,

আমারই প্রতি দৃষ্টি?

টি-টোয়েনটির প্রস্তুতিতে নতুন সাজে সেজে উঠছে ইডেন গার্ডেন

চলতি সিরিজের প্রথম টি-টোয়েণ্টি ম্যাচ ইডেনে হচ্ছে৷ স্বভাবতঃই সাজো সাজো রব এখন ক্রিকেটের মক্কায়৷ কলকাতার ইডেন মানেই এক দারুণ পরিবেশে ক্রিকেট যুদ্ধ৷ সেই জৌলুষকে ধরে রাখতে ইডেন তৈরী৷ আগামী ৪ঠা নভেম্বর ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ব্যটে-বলে লড়াইয়ের জন্যে অপেক্ষায় ইডেন উদ্যান৷ ষ্টেডিয়ামকে আরও আকর্ষণীয় করার জন্যে গ্যালারি মেরামতি থেকে শুরু করে স্কোরবোর্ডের নানান কাজ ইতিমধ্যেই শেষ করা গেছে৷ জানা গেছে স্পোটিং উইকে খেলা হবে৷ টিকিট বিতরণও শুরু হবে শীঘ্রই৷ ইডেনে আবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে৷ খেলতে দেখা যেতে পারে ড্যারেন ব্রাভো, কায়রণ পোলার্

চিঠির মাধ্যমে কোচ বদল চেয়ে প্রতিবাদ জানাল বাঙলার দুই মহিলা জিমন্যাস্ট

ভারতীয় জিমন্যাসটিক্সের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল গত বৃহস্পতিবার সাইয়ের দফতরে একযোগে চিঠি জমা দিয়ে বাড়ি ফিরে গেলেন বিদ্রোহী চার জিমন্যাস্ট ও দুই কোচ৷ কোচ বদলের দাবীতে বাংলার প্রতিবাদী দুইমেয়ে জিমন্যাস্টের পাশে দাঁড়িয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়শিপের জন্য নির্বাচিত দুই পুরুষ জিমন্যাস্ট ও তাঁদের কোচও ৷ শিবির শেষ হওয়ার কথা ছিল ১৭ অক্টোবর৷ তার পর পুরো যাওয়ার কথা ছিল দোহায়৷

আমার চোখে পৃথ্বী পৃথ্বীর মতই খেলে ঃ বিরাট

মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, রোহিত শর্মার সঙ্গে এক সারিতে নিজের নাম খোদাই করলেন অভিষেক টেষ্টেই শতরান করে পৃথ্বী৷ এই বালক ব্যাটসম্যানের বয়স মাত্র ১৮ বছর৷ স্বভাবতঃই তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে৷ শুরু হয়ে গেছে পৃথ্বীকে নিয়ে সৌরভ-সেহবাগের সঙ্গে তুলনা৷ কিন্তু বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি চাইছেন একজন তরুণকে বড় হওয়ার জন্য সময় দিতে হবে৷ তাড়াহুড়ো করলে চলবে না৷ পৃথ্বী নিঃসন্দেহে প্রতিভাবান৷ তার প্রমাণ সে রেখেছে৷ আমরা নিশ্চিত যে, সর্বোচ্চ পর্র্যয়ে খেলার ক্ষমতা ওর রয়েছে৷ প্রথম টেষ্টে ও যে খেলাটা খেলেছে তা থেকে বোঝা যায় ও ওর মতই খেলে৷ কারো সঙ্গে ওর এখন তুলনা চলে না৷ ভারত অধিনায়ক আরো বলেছেন---ওকে

শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণ স্মরণে ছয় দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠান

২৫ অক্টোবর ঃ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী স্থূল পাঞ্চভৌতিক দেহের মহাপ্রয়াণের ২৮ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে গত ২১ অক্টোবর থেকে কলকাতায় অনুষ্ঠিত ছয় দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তনে দেশ বিদেশ থেকে হাজার হাজার আনন্দমার্গী সমবেত হয়েছেন৷ মার্গগুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে, সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনন্দমার্গীরা এই অখণ্ড কীর্ত্তনে যোগদান করেছেন৷ ‘বাবানাম কেবলম্’ মহামন্ত্রের মধুর ধবনিতে প্রতিদিনই আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠছে ও এক অভিনব ভক্তিভাবমণ্ডিত স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে৷ নানান ভাষাভাষী হাজার হাজার মানুষ এক আনন্দ পরিবারের সদস্য হিসেবে এক সঙ্গে মিলেমিশে ভজন-কীর্ত