শান্তি সংগ্রামের ফলশ্রুতি
৩রা জুলাই মানব সভ্যতার ইতিহাসে একটি কালো দিন৷ ১৯৭৫ সালের এই দিনে ভারত সরকার আনন্দমার্গ প্রচারক সংঘকে নিষিদ্ধ করেছিল৷ তার আগে ১৯৭১ সালের ২৯শে ডিসেম্বর কতকগুলি মিথ্যা মামলায় আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী প্রভাতরঞ্জন সরকারকে (আধ্যাত্মিক জগতে যিনি শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী নামে পরিচিত) গ্রেপ্তার করে সি.বি.আই৷ সি.বি.আই বুঝেছিল তাঁর বিরুদ্ধে আনিত এইসব মিথ্যামামলা আদালতে টিকবে না৷ তাই ১৯৭৩ সালের ১২ই ডিসেম্বর পটনা বাঁকিপুর সেন্ট্রাল জেলে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীকে তীব্র বিষ প্রয়োগ করা হয় হত্যার উদ্দেশ্যে৷ কিন্তু সি.বি.আই-এর সে চেষ্টা ব্যর্থ হয়৷ ১৯৭৫ সালের ২৫শে জুন গণতন্ত্রের গলা টিপে জরুরী অবস্থা