বর্তমান সমস্যা দীর্ণ সমাজে নোতুন পৃথিবী পত্রিকার গুরুত্ব প্রয়োজন
সারা পৃথিবীর ধনী, রাষ্ট্রগুলি ও সাধারণ আর্থিক উন্নতিকামী ও উন্নয়ণমুখী রাষ্ট্রগুলি এমন পরিস্থিতির মধ্যে এসেছে তার হাত থেকে বাঁচতে সকল রাষ্ট্রকে এক যোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ৷ কারণ করোনা বর্তমানে কোন রাষ্ট্রকে বাদ রাখছে না তার ছোবল থেকে৷ করোনা আক্রমণে সারা পৃথিবীর মানুষ আজ আতঙ্কগ্রস্ত৷ কিন্তু করোনা আক্রমণের লড়াইটা একযোগে হচ্ছে বলে মনে হয় না৷ সেখানেও চলছে নানা ছল, বল ও কৌশল৷ এক কারণ হলো সার্বিক কল্যাণের কথা ভুলে নিছক শক্তিশালী শাসক রাষ্ট্রগুলো যেন প্রতিযোগিতায় নেমেছে পৃথক পৃথকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে কায়েমী স্বার্থ চরিতার্থ করতে৷