ওগো অন্তর্যামী
কত জনমের পর জনম এলো
অজানা অতীতে রেখে মন্দ ভালো৷
অনন্তকালের রাজাধিরাজ তুমি
নিত্যকালের সাথী অন্তরযামী৷
কোন পূণ্যবলে পাঠালে মোরে
অতিথিবেশে মানবের ঘরে৷
জানিনা তোমার অনন্তলীলা ভুবনে
অন্তরমম প্রীতিতে ভরা তোমার সণে৷
তুমি ছিলে কোন সুদূর ভুবনে
দয়াল ঠিকানা তোমার জানিনে৷
প্রভাতের তারায় এলে ধরায়
উদ্ধারীতে জীবে অমৃত ধারায়৷
অতীত আঁধারের কত মর্মবেদনা
ভুলে গেছে সে অতুষ্ট ভাবনা৷
পেয়ে আজ সত্যের জীবনধারা
আনন্দস্রোতে বিভোর এ বসুন্ধরা৷
- Read more about ওগো অন্তর্যামী
- Log in to post comments