লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
দীপ জেলে নাও নীড়ে নীড়ে
দূর করে দাও অন্ধকার তামসীরে৷
জাগাও যত নিদ্রিতরে
আনো সবার হাতটি ধরে
আলোয় আলোয় সাজাও আজি ধরণীরে৷
দীপ জ্বেলে নাও, দীপ জ্বেলে দাও নীড়ে নীড়ে৷৷
তন্দ্রা ভুলে বিদায় করো এ রাতেরে,
বরণ করো সুপ্তিহরা প্রভাতেরে৷
ঘুচবে ব্যথা, ফুটবে আশা
ধন্য হবে হেথায় আসা---
ছায়ার জালি আপনা হতে যাবে ছিঁড়ে৷
দীপ জেলে নাও, দীপ জ্বেলে দাও নীড়ে নীড়ে৷৷
- Log in to post comments