February 2021

উলুবেড়িয়ায় পদার্পণ দিবস পালন

১৯৭৯ সালের ১৬ই জানুয়ারী হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ধর্ম মহাসম্মেলন উপলক্ষ্যে পদার্পণ করেছিলেন৷ সেই উপলক্ষ্যে হাওড়া জেলার মার্গীভাইবোনেরা প্রতিবছর এইদিনটি উলুবেড়িয়া শহরে পদার্পণ দিবস পালন করেন৷

‘আমরা বাঙালী’র প্রচার

গত ২৪শে জানুয়ারী ‘আমরা বাঙালী’ হাওড়া জেলা কমিটির উদ্যোগে হাওড়া জেলায় আন্দুল, মহিয়াড়িসহ বিভিন্ন স্থানে পথসভা করে৷ পথসভায় ‘আমরা বাঙালী’র লক্ষ্য ও উদ্দেশ্য বিষয় বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সচিব রামচন্দ্র মান্না, অর্ণব কুণ্ডু, জয়ন্ত শীল, বিজলী মণ্ডল, গোপা শীল প্রমুখ৷

 

মার্গীয়বিধিতে ভিত্তিপ্রস্তর স্থাপন

গত ২৬শে জানুয়ারী হাওড়া জেলার বিশিষ্ট আনন্দমার্গী গাজীপুরের সুভাষ মণ্ডলের গৃহনির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়  আনন্দমার্গে চর্র্যচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত ও তিনঘন্টা ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন হয়৷ উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দরূপালীনা আচার্যা৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য স্বরূপ ব্রহ্মচারী ও ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা৷ আনন্দমার্গ সমাজশাস্ত্রের বিষয় বক্তব্য রাখেন মহাব্রত দেব৷

 

নববর্ষ দিবস উদ্‌যাপন

 গত ১লা জানুয়ারী আন্তর্জাতিক নববর্ষ দিবস উপলক্ষ্যে আনন্দনগরে বাবা মেমোরিয়ালে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মার্গী ভাইবোন ও সন্ন্যাসী দাদা-দিদিরা সমবেত হয়েছিলেন৷ সেখানে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর বিশ্বের নানা ভাষায় বাবার নববর্ষের বাণী পাঠ করে শোণান হয়৷

 

অখণ্ড কীর্ত্তন

 শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দনগর সংলগ্ণ চিতমুগ্রামে ১০০ ঘন্টা ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে প্রত্যহ নগর কীর্ত্তন চিতমু গ্রাম পরিক্রমা করে৷ গত ৮ই জানুয়ারী কীর্ত্তন শেষ হয় মিলিত ঈশ্বর প্রণিধান গুরুপূজা ও স্বাধ্যায়ের পর৷

 

আনন্দমার্গ দর্শন ও জীবনধারার প্রচারে আনন্দনগর

শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ১০০তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দমার্গ দর্শন ও আদর্শ জীবন যাপনে আধ্যাত্মিক অনুশীলনের প্রয়োজনীয়তা বোঝাতে আনন্দনগরের বিভিন্ন বিভাগের  কর্মীরা বিভিন্ন প্রচার কর্মসূচী নিয়েছেন৷

গত ১৮ই জানুয়ারী কোটশিলায় গুরুকুল টিচার ট্রেনিং কলেজের ব্যবস্থাপনায় তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন, নগর কীর্ত্তন, তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

আনন্দনগরে সাধনা শিবির

 গত ১১ থেকে ১৪ই জানুয়ারী আনন্দনগর মহাবিদ্যালয়ে চারদিনের একটি সাধনা শিবির অনুষ্ঠিত হয৷ কলিকাতা, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, দিল্লী ও রাঁচী থেকে মার্গী ভাইবোনেরা এই শিবিরে যোগ দেন৷ শীতের আমেজ মাখা আনন্দনগরে প্রকৃতির মনোরম পরিবেশে উপস্থিত সকলে এক স্বর্গীয় আনন্দে অতিবাহিত করেন এই চারদিন৷

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

ডামরু গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত ব্রজলাল গরাই-এর শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয় গত ৩রা জানুয়ারী৷ এই উপলক্ষ্যে স্থানীয় মার্গী-ভাইবোন ও সন্ন্যাসী দাদা-দিদিরা ব্রজলাল গরাই-এর বাসগৃহে সমবেত হন৷ সেখানে প্রভাত সঙ্গীত ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন ও মিলিত সাধনা গুরুপূজা ও স্বাধ্যায় (শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচনা থেকে পাঠ) করার পর আনন্দমার্গের সমাজ শাস্ত্রের বিষয়ে বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা, এরপর শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ উপস্থিত সকলে তাঁকে অনুসরণ করেন৷

 

আনন্দনগরে টুসু মেলা

গত ১৫ই জানুয়ারী আনন্দনগরের পি.পি. হোস্টেলের খেলার মাঠে টুসু মেলার আয়োজন করে আনন্দনগর পি.এস.এস-এর  পক্ষ থেকে৷ এই উপলক্ষ্যে টুসু গান,টুসু চুরাল প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলি থেকে টুসু চুরাল নিয়ে প্রতিযোগিতায় যোগ দেয়৷ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷

 

মার্গীয় বিধিতে নামকরণ অনুষ্ঠান

গত ২৪শে জানুয়ারী পটমজুরি গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী তনু মোদক ও রাজু মোদকের পুত্র সন্তানের নামকরণ ও মুখে ভাত অনুষ্ঠান মার্গীয় বিধিতে সম্পন্ন হয় আনন্দনগরে কেন্দ্রীয় শিশুসদনে৷ নামকরণ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷